ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
Sharenews24

ইলিয়াস-জুলকারনাইনসহ অ্যাক্টিভিস্টদের নিয়ে হান্নানের স্ট্যাটাস

২০২৫ এপ্রিল ২৭ ১৩:১৫:১০
ইলিয়াস-জুলকারনাইনসহ অ্যাক্টিভিস্টদের নিয়ে হান্নানের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি দলীয় বন্দর কমিটিতে তার নাম থাকা, হাতিয়ায় গাড়ির বহর নিয়ে শোডাউন, এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহার নিয়ে প্রশ্ন উঠে এসেছে সামাজিক মাধ্যমে। এসব বিতর্কের জবাব দিতে অবশেষে নিজের ফেসবুক প্রোফাইলে একটি বিস্তারিত স্ট্যাটাস দেন তিনি।

হান্নান মাসুদ লিখেছেন,"একটা ইনফরমেশন পেলেন, সত্য ধরে নিয়ে পোস্ট করে দিলেন। পরে বুঝলেন ভুল, চার-পাঁচ ঘণ্টা পর ডিলিটও করলেন। মাঝখানে লাখো মানুষ ভুল বার্তা পেয়ে গেল, আর আমি হয়ে গেলাম বিতর্কিত।"

তিনি দাবি করেন, ৫ আগস্টের পর থেকেই একদল স্বঘোষিত "একটিভিস্ট" তার বিরুদ্ধে একের পর এক বিভ্রান্তিকর পোস্ট দিচ্ছেন, যা দেশের বাইরেও ভুল বার্তা ছড়াচ্ছে। নিজের হতাশার কথা জানিয়ে তিনি বলেন, "যাদের দায়িত্বশীল ভাবতাম, তাদের অনেকেই এখন মিথ্যা প্রচারে জড়িয়ে পড়েছেন।"

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, ইলিয়াস হোসেন নামে একজনও তার বিরুদ্ধে একটি ভুল তথ্যভিত্তিক পোস্ট দেন, যেটা পরবর্তীতে তিনি নিজে প্রমাণ দিয়ে খণ্ডন করেন। একইভাবে, বনি আদম নামের একজন প্রথমে বিতর্কিত পোস্ট দেন, পরে নিজের ভুল বুঝে তা মুছে ফেলেন। তবে ততক্ষণে ক্ষতি যা হবার হয়ে গেছে বলেই মন্তব্য করেন হান্নান মাসুদ।

জুলকারনাইন শায়ের নামের আরেক ব্যক্তি সম্পর্কেও অভিযোগ করে তিনি বলেন,"ভুল বার্তার ভিত্তিতে পোস্ট দিয়েছেন। আমি ফোন করে তার সঙ্গে কথা বলেছি, সত্য যাচাই করতে অনুরোধও করেছি। কিন্তু কোনো প্রতিক্রিয়া পাইনি।"

এই স্ট্যাটাস সামনে আসার পর এনসিপির অভ্যন্তরে এবং সামাজিক মাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন, আব্দুল হান্নান মাসুদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কে টানা হচ্ছে, আবার অনেকে বলছেন—একজন রাজনৈতিক নেতার উচিত এমন বিতর্ক এড়ানো ও আরও স্বচ্ছভাবে চলাফেরা করা।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে