ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
Sharenews24

মার্জিন রুলস সংক্রান্ত টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশ পেশ

২০২৫ এপ্রিল ২৭ ১৭:৩২:১৬
মার্জিন রুলস সংক্রান্ত টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশ পেশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের উন্নয়নে গঠিত সংস্কার টাস্কফোর্স মার্জিন রুলস, ১৯৯৯ এর চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে।

আজ রোববার (২৭ এপ্রিল) মার্জিন রুলস সংক্রান্ত চূড়ান্ত সুপারিশসমূহ কমিশনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে টাস্কফোর্স।

হস্তান্তর অনুষ্ঠানে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মো. আলী আকবর ও কমিশনার ফারজানা লালারুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও সংস্কার টাস্কফোর্সের পক্ষে টাস্কফোর্সের সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক মো. মোস্তফা আকবর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন উপস্থিত ছিলেন।

গত বছরের ৭ অক্টোবর একটি পাঁচ সদস্যের শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স গঠনের পর অক্টোবর খসড়া সুপারিশ কমিশনের কাছে জমা দেয় এবং পরবর্তীতে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করা হয়। এসব মতামত পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানানো হয়েছে।

এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশি শেয়ারবাজারের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে