ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
Sharenews24

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইউআইইউ

২০২৫ এপ্রিল ২৮ ০৮:৪২:৫১
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইউআইইউ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীর আন্দোলনকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) রাতে ইউআইইউর রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য, বিভিন্ন বিভাগীয় প্রধান এবং ডিনসহ মোট ১১ জন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়টির স্বাভাবিক পরিচালনা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে সোমবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, পদত্যাগকারী উপাচার্য এবং বিভাগীয় প্রধানদের পদে নতুন নিয়োগ দেওয়া না পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে