ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
Sharenews24

সম্পদ আছে, নগদ নেই—জেনে নিন কোরবানির ইসলামি বিধান

২০২৫ এপ্রিল ২৬ ১৪:০০:০৬
সম্পদ আছে, নগদ নেই—জেনে নিন কোরবানির ইসলামি বিধান

নিজস্ব প্রতিবেদক : ইসলামে কোরবানি করা সামর্থ্যবান মুসলিমদের ওপর ওয়াজিব। তবে প্রশ্ন হলো—কোনো ব্যক্তির যদি নেসাব পরিমাণ সম্পদ থাকে, কিন্তু হাতে নগদ টাকা না থাকে তাহলে তার ওপর কোরবানি আবশ্যক কি না?

প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন মুসলিম নারী-পুরুষ, যাদের কাছে ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত প্রয়োজন অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ থাকবে, তাদের ওপর কোরবানি ওয়াজিব।

নেসাব পরিমাণ মানে সাড়ে ৫২ তোলা রূপা বা তার সমমূল্যের সম্পদ (প্রায় ৫৫ হাজার টাকা)।

নেসাবে হিসাবযোগ্য সম্পদের মধ্যে রয়েছে:

সোনা-রূপা, নগদ অর্থ

অতিরিক্ত জমি বা বাড়ি

ব্যবসায়িক পণ্য

অলঙ্কার বা আসবাবপত্র (প্রয়োজনের অতিরিক্ত)

যদি কারো কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকে কিন্তু ক্যাশ না থাকে, তাহলে: যদি এমন কোনো সম্পদ থাকে যা বিক্রি করে কোরবানির পশু কেনা সম্ভব—তাহলে তা বিক্রি করে কোরবানি আবশ্যক হবে।

কিন্তু যদি বিক্রি করার মতোও কিছু না থাকে, এবং ঋণ বা ব্যবসায় ইনভেস্ট করার কারণে টাকা হাতে না থাকে, তাহলে কোরবানি আবশ্যক নয়।

রাসুল (সা.) বলেছেন: "যার কোরবানির সামর্থ্য আছে, কিন্তু কোরবানি করে না—সে যেন আমাদের ঈদগাহে না আসে।" (হাদিস: মুস্তাদরাকে হাকেম, ৩৫১৯)

সম্পদ আছে কিন্তু নগদ টাকা নেই — যদি সেই সম্পদ থেকে কোরবানি করার ব্যবস্থা সম্ভব হয়, তবে ওয়াজিব। না হলে ওয়াজিব নয়।

মুয়াজ/

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে