ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিসিবির টাকা স্থানান্তর নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

২০২৫ এপ্রিল ২৬ ১৮:৪৮:৩৫
বিসিবির টাকা স্থানান্তর নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি আর্থিক নিরাপত্তা ও মুনাফা বৃদ্ধির লক্ষ্যে তার স্থায়ী আমানত (এফডিআর) ২৩৮ কোটি টাকা ১৪টি ব্যাংকে স্থানান্তর করেছে। এছাড়া, ১২ কোটি টাকা বিভিন্ন পরিচালনা ব্যয়ের জন্য নির্ধারিত একাউন্টে স্থানান্তর করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে বিসিবি ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে অর্থ সরিয়ে নিরাপদ ও উচ্চ সুদের ব্যাংকে বিনিয়োগ করেছে। ফলে পূর্ববর্তী সময়ের তুলনায় ২-৫ শতাংশ অতিরিক্ত মুনাফা অর্জিত হয়েছে।​

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই পদক্ষেপের পক্ষে সমর্থন জানিয়ে বলেন, "বিসিবির সাথে আমার কথা হয়েছে। এফডিআর তাদের আয়ের একটা উৎস। ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে সরিয়ে এখন যেখানে এফডিআর করা হয়েছে সেখানে ইন্টারেস্ট রেটও ভালো।" তিনি আরও বলেন, "সরকারি যেকোনো প্রতিষ্ঠানকেই আমি বলবো, ভালো যে ব্যাংকগুলো আছে সেখানে টাকা রাখতে।"​

বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, "রেড জোন থেকে গ্রিন ও ইয়েলো জোনের ব্যাংকে নিয়ে গেছি টাকা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ১২ কোটি টাকা আছে। মোট আড়াইশ কোটি। এদের থেকে আমি স্পন্সর পেয়েছি ১২ কোটি টাকার কাছাকাছি, আর প্রতিশ্রুতি পেয়েছি আরও ২৫ কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার বানায় দিবে।"​

বিসিবির এই পদক্ষেপ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্পন্সরশিপ ও অবকাঠামো উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি করেছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে