ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
Sharenews24

আইনি নোটিশের অভিযোগে তাসনিম জারার পাল্টা বার্তা

২০২৫ এপ্রিল ২৬ ০৯:২২:০৫
আইনি নোটিশের অভিযোগে তাসনিম জারার পাল্টা বার্তা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাসহ কিছু ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এ নিয়ে শুক্রবার (২৫ এপ্রিল) রাতে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

তাসনিম জারা লিখেছেন, “গত কয়েক দিন ধরে মিডিয়ায় আমার নাম ও ছবি দিয়ে একটি আইনি নোটিশ প্রচার করা হচ্ছে, যেখানে বলা হয়েছে আমি ‘পর্নোগ্রাফিক কালচার’ প্রচার করছি—এই হাস্যকর অভিযোগটি এতটাই ভিত্তিহীন যে তা প্রত্যাখ্যান করাই যথেষ্ট নয়। আমি নীরব থাকলে ভুল বোঝা যেতে পারে, তাই কথা বলছি।”

তিনি আরও বলেন, “এটি একটি পুরোনো কৌশল—মানহানি, মনোযোগ সরানো ও বিভ্রান্ত করার চেষ্টা। কিন্তু আমি বিভ্রান্ত হব না এবং এমন লজ্জাও বহন করব না, যা আমার নয়।”

জনস্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, “ভুয়া পেজ ও ভেজাল ওষুধ সম্পর্কে আমি বহুবার মানুষকে সতর্ক করেছি। এখন সেই কাজকেই বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। তবে মানুষ সব মনে রাখে।”

রাজনীতিতে নিজের অবস্থান নিয়ে তিনি বলেন, “আমি জানি এটি কঠিন হবে, নোংরাও হবে। তবুও আমি এসেছি সততা, শালীনতা ও সাহস নিয়ে রাজনীতি করতে। যারা মনে করছেন এতে আমার গতি থেমে যাবে, তারা ভুল করছেন।”

এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব সরকারকে একটি আইনি নোটিশ পাঠান, যেখানে অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল ও পর্নোগ্রাফিক কনটেন্ট বন্ধের দাবি জানানো হয়। ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। এছাড়া ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট করার কথাও জানানো হয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে