ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

‘চড় মারা’ প্রসঙ্গে মুখ খুললেন হাথুরুসিংহে

২০২৫ এপ্রিল ২১ ১২:০৬:৪৮
‘চড় মারা’ প্রসঙ্গে মুখ খুললেন হাথুরুসিংহে

নিজস্ব প্রতিবেদক: ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স যেমন হতাশাজনক ছিল, তেমনি মাঠের বাইরের একটি বিতর্কও বেশ আলোচিত হয়ে উঠেছিল। খবর রটে, বিশ্বকাপ চলাকালে জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদকে চড় মেরেছিলেন তৎকালীন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিষয়টি নিয়ে তখন বিসিবির পক্ষ থেকে পরিষ্কার কোনো বক্তব্য আসেনি, নাসুম আহমেদও প্রকাশ্যে কিছু বলেননি।

তবে বিশ্বকাপ-পরবর্তী একটি অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে এ ঘটনার উল্লেখ ছিল বলে জানান বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন হাথুরুসিংহে নিজেই। অস্ট্রেলিয়ার ‘কোড স্পোর্টস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন।

হাথুরুসিংহে জানান, তিনি কখনো কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করেননি এবং নাসুমকে চড় মারার ঘটনাও সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, ‘ডাগআউটে বসে থাকার সময় ব্যাটসম্যানের গ্লাভস পাঠাতে গিয়ে পেছন থেকে নাসুমের পিঠে হালকা চাপড় দিয়েছিলাম মাত্র।’ বিসিবি কখনো এই বিষয়ে তার কাছে ব্যাখ্যা চায়নি বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এই ঘটনার ফলে তার কোচিং ক্যারিয়ারে প্রভাব পড়েছে উল্লেখ করে হাথুরুসিংহে বলেন, ‘তারা (বিসিবি) আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আমার ক্যারিয়ার ধ্বংসের পথে ঠেলে দিয়েছে।’ তিনি আরও দাবি করেন, নতুন সভাপতি আসার পর থেকেই তাকে সরানোর একটি পূর্বপরিকল্পনা ছিল।

হাথুরুসিংহের সহকারী দুই কোচও এই অভিযোগ অস্বীকার করেছেন। সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ও তৎকালীন সহকারী কোচ নিক পোথাস বলেন, ‘হাথুরু একজন পেশাদার কোচ। যদি তিনি এরকম হতেন, তাহলে এতদিন কোচিং পেশায় টিকে থাকতে পারতেন না।’ তার মতে, যে ব্যক্তি অভিযোগ করেছেন তিনি হয়তো বুঝতে পারেননি, এই অভিযোগের প্রভাব কতটা হতে পারে।

অন্যদিকে, স্পিন কোচ রঙ্গনা হেরাথ সরাসরি অভিযোগটি ‘বানোয়াট’ বলে দাবি করেন। তিনি বলেন, ‘বিশ্বকাপ চলাকালীন মাঠে অনেক ক্যামেরা ছিল। যদি এমন কিছু ঘটত, সেটি ধরা পড়ত। একজনকে পিঠে চাপড় দেওয়া আর চড় মারা সম্পূর্ণ ভিন্ন বিষয়।’

সবমিলিয়ে, হাথুরুসিংহে ও তার দুই সহকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, এমন কোনো ঘটনা ঘটেনি। তারা মনে করছেন, একটি ভিত্তিহীন অভিযোগই তাদের পেশাগত জীবনে বড় ধাক্কা দিয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে