ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
Sharenews24

‘পোশাক বদলের সময় পরিচালক ঢুকে পড়েন’

২০২৫ এপ্রিল ০৪ ১৫:২৫:৫৮
‘পোশাক বদলের সময় পরিচালক ঢুকে পড়েন’

বিনোদন প্রতিবেদক: বহু অভিনেত্রী দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়ে গত বছর নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন। এ বছরে অভিনেত্রী শালিনী পান্ডে প্রকাশ্যে এক ‘অস্বস্তিকর’ অভিজ্ঞতার কথা বলেছেন। ‘অর্জুন রেড্ডি’ সিনেমা থেকে জনপ্রিয়তা অর্জন করা শালিনী সম্প্রতি ‘মহারাজ’ ও ‘ডাব্বা কার্টেল’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।

শালিনী তার কর্মজীবনের শুরুর দিকে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। সিনে জগতে বিভিন্ন ধরনের পুরুষের মুখোমুখি হয়েছেন তিনি; কেউ ভদ্র, আবার কেউ ভদ্রতার সীমা লঙ্ঘন করেন।

এক পরিচালক সম্পর্কে তিনি জানান, একবার প্রসাধনী ভ্যানে নিজেকে প্রস্তুত করছিলেন এবং ঠিক তখনই পরিচালক ভ্যানে ঢুকে পড়েন। প্রবেশ করার আগে দরজায় কোনো রকম দাঁড়াননি পর্যন্ত।

এই ঘটনায় শালিনী বেশ চমকে গিয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তিনি ভ্যানে ঢুকতেই আমি চিৎকার শুরু করি। সেই মুহূর্তে আমি খুব ভীত হয়ে গিয়েছিলাম। আমার বয়স ছিল মাত্র ২২।’

পরিচালক বেরিয়ে যাওয়ার পর শালিনীকে বলা হয়েছিল, তার চিৎকার করা উচিত হয়নি। কিন্তু তিনি সেই মন্তব্যের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন, ‘কারো ঘরে ঢোকার আগে অন্তত কড়া নাড়া উচিত।’

তিনি আরও বলেন, ‘আমি চিৎকার করছিলাম বলে অনেকের মনে হয়েছিল আমি রাগী। তবে আমি শুধু আমার নিজেকে রক্ষার জন্য প্রতিক্রিয়া জানিয়েছি।’

মিরাজ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে