ঢাকা, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
Sharenews24

পরীমনির গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে যা বললেন ন্যান্সি

২০২৫ এপ্রিল ০৬ ১৪:০১:৫৯
পরীমনির গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে যা বললেন ন্যান্সি

নিজস্ব প্রতিবেদক : কণ্ঠশিল্পী ন্যান্সি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়ে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। ন্যান্সি লিখেছেন, গৃহকর্মী নির্যাতিত হওয়ার মতো ঘটনা সত্যি হলেও, গৃহকর্ত্রীও কম সমস্যার মুখোমুখি হন না।

তিনি তার পোস্টে উল্লেখ করেন, তার নিজ বাসায় সিসি ক্যামেরা থাকলেও গৃহকর্মী থেকে মিথ্যা অভিযোগের হাত থেকে বাঁচার জন্য সেটি সেটআপ করা হয়েছে। ন্যান্সি তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, একবার তার বাসার গৃহকর্মী বাসার দারোয়ানের সঙ্গে পালিয়ে গিয়ে তার পরিবারের কাছে মিথ্যা অভিযোগ তোলে, যা টাকা আদায়ের উদ্দেশ্যে ছিল। তবে, সিসি ক্যামেরার মাধ্যমে ন্যান্সি সমস্যার সমাধান করতে সক্ষম হন।

আরেকটি ঘটনার কথা উল্লেখ করে ন্যান্সি বলেন, দুই বছর আগে তিনি এজেন্সি থেকে যে গৃহকর্মী নিয়েছিলেন, সে তার বোনের সঙ্গে মিলে ন্যান্সির বিয়ের গয়না এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বর্ণপদক চুরি করে। তবে, সিসি ক্যামেরা থাকার কারণে এই সমস্যার মুখে পড়েননি তিনি।

তিনি আরও জানান, গৃহকর্মীদের কাজের প্রতি অখুশি হওয়া এবং কখনো কাজ না করার প্রবণতা তার জীবনে একাধিকবার দেখা গেছে। তিনি তার বাসায় রান্নার কাজ করার জন্য একাধিকবার গৃহকর্মী বদলেছেন, কিন্তু অধিকাংশ সময় তার প্রত্যাশা পূর্ণ হয়নি। তবে, এখন তিনি নিজেই রান্না করেন এবং তার পরিবার খুশি।

ন্যান্সি তার স্ট্যাটাসে সংবাদ মাধ্যমকে সংবেদনশীল হয়ে বিষয়টি রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন এবং জানান, গৃহকর্মী এবং গৃহকর্ত্রী উভয়েই ভুক্তভোগী হতে পারে। তিনি সাংবাদিকদের অনুরোধ করেছেন যে, প্রকৃত ভুক্তভোগীর পাশে দাঁড়াতে এবং দায় এড়িয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর চাপ সৃষ্টির পরিবর্তে সঠিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি তুলে ধরার জন্য।

তিনি সমালোচনা করেছেন যে, পরীমনির মতো তারকাদের নিয়ে সংবাদমাধ্যমের এই ধরনের নিউজ তৈরি করায় কখনো কখনো সত্যিকার ঘটনা তুলে ধরা হয় না এবং সামাজিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া হয় না।

মুয়াজ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে