ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

শঙ্কার দিনেও ডজনের বেশি কোম্পানির বিক্রেতা নিখোঁজ

২০২৫ এপ্রিল ০৬ ১৬:৪৩:৩৫
শঙ্কার দিনেও ডজনের বেশি কোম্পানির বিক্রেতা নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী শুল্কনীতি আরোপ করায় পৃথিবীর সব দেশের শেয়ারবাজারে বড় বিপর্যয় দেখা দিয়েছে। এমন প্রতিকূল পরিবেশের মধ্যেও আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডজনের বেশি প্রতিষ্ঠানের বিক্রেতাদের খোঁজ মিলেনি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন মিউচুয়াল খাতের রমরমা অবস্থা ছিল। মিউচুয়াল ফান্ড খাতে আজ সিংহভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে। এরমধ্যে প্রায় ডজন প্রতিষ্ঠান বিক্রেতা সংকটের মুখে ছিল। যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-এনসিসিবিএল-২, আইসিবি এমসিএল-২, এমবিএল-১, পিএইচপি-১, আইএফআইসি-১, পপুলারলাইফ-১, জনতাফার্স্ট-১, এলআরগ্লোবাল-১, এক্সিম-১, গ্রীনডেল্টা মিউচুয়াল ফান্ড। এসব প্রতিষ্ঠানের ইউনিট দিনের সর্বোচ্চ দামে উঠে হল্টেড ছিল।

এছাড়া, এদিন আরও কিছু কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহ দেখা গেছে। যে কারণে কোম্পানিগুলোর শেয়ার দিনের সর্বোচ্চ দামে লেনদেন হয়ে হল্টেড অবস্থায় ছিল। কোম্পানিগুলো হলো-বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিকস, নাভানা ফার্মা ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রতিষ্ঠানের লেনদেন দেখে মনে হয়নি ট্রাম্পের শুল্কনীতির চাপে বিশ্ব শেয়ারবাজারে ধস নেমেছে। তাঁরা বলছেন, বাংলাদেশের শেয়ারবাজার এমনিতেই গত তিন-চার বছরের অব্যাহত মন্দার কবলে পড়ে তলানিতে এসে ঠেকেছে। এখন আর নামার জায়গা নেই। বাংলাদেশের শেয়ারবাজারে ট্রাম্পের শুল্কনীতির ধাক্কা আগেই লেগে গেছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে