ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

এসির গ্যাস শেষ কিনা ৫টি লক্ষণ দেখলেই বুঝে নিন

২০২৫ এপ্রিল ০৬ ১৬:২৭:৪১
এসির গ্যাস শেষ কিনা ৫টি লক্ষণ দেখলেই বুঝে নিন

নিজস্ব প্রতিবেদক : এসির গ্যাস ফুরিয়ে যাওয়ার সমস্যা একটি সাধারণ এবং বিরক্তিকর সমস্যা। অনেক সময় এসি চালানোর পর ঠান্ডা হাওয়া আসে না এবং গ্যাস ফুরিয়ে যাওয়ার কারণে ঘর ঠান্ডা হতে ব্যর্থ হয়। তবে এসির গ্যাস শেষ হয়েছে কিনা, তা নিজেরাই সহজেই বুঝতে পারেন।

এসি চালানোর পর যদি ঠান্ডা হাওয়া না আসে এবং ঘরের তাপমাত্রা কমে না, তবে এটি এসির গ্যাস শেষ হওয়ার একটি প্রধান লক্ষণ। এসির গ্যাস কমে গেলে, এসি যথাযথভাবে কাজ করতে পারে না।

এসির কম্প্রেসারে যদি অস্বাভাবিক বা বিভ্রান্তিকর শব্দ শোনা যায়, তাহলে এটি গ্যাসের অভাবের ইঙ্গিত হতে পারে। গ্যাস না থাকার কারণে এসির কম্প্রেসার সঠিকভাবে কাজ করতে পারে না, যা মাঝে মাঝে বন্ধ বা চালু হতে থাকে।

এসির আউটডোর ইউনিট বা আউটলেট পাইপে বরফ জমে যাওয়ার ঘটনা গ্যাসের অভাবের আরেকটি লক্ষণ। গ্যাসের অভাবে এসি যথাযথভাবে ঠান্ডা হাওয়া ছড়াতে পারে না, এবং বরফ জমে যেতে পারে।

এসির আউটডোর ইউনিটে তেল জমে থাকলে, সেটি গ্যাসের অভাবের লক্ষণ হতে পারে। এসি ঠিকভাবে কাজ না করলে, এই তেল জমে যাওয়ার সম্ভাবনা থাকে।

অনেক মেকানিক এসির গ্যাস ফুরিয়ে যাওয়ার কথা বলে অতিরিক্ত খরচ নেয়। তবে, এসির গ্যাস শেষ হওয়ার এই লক্ষণগুলো দেখলে আপনি নিজেই নিশ্চিত হতে পারবেন এবং অতিরিক্ত খরচ থেকে বাঁচতে পারবেন।

এসি ব্যবহারের সময়ে গ্যাসের পরিমাণ সঠিক থাকা জরুরি। গ্যাস না থাকলে এসি ঠিকভাবে কাজ করবে না, তাই এসির গ্যাস ঠিক আছে কিনা নিয়মিত পরীক্ষা করা উচিত।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে