ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

অবশেষে ক্ষমা চাইলেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা

২০২৫ এপ্রিল ০৭ ১২:১৮:৫৫
অবশেষে ক্ষমা চাইলেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রভাষক তাহমিনা রহমান, সম্প্রতি ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে সমালোচনার মুখে পড়েন। তিনি শিক্ষার্থীদের ক্লাস বর্জন করার জন্য ‘ডাবল অ্যাবসেন্ট’ বা দুদিন অনুপস্থিতি দেখানোর হুমকি দিয়েছিলেন, যার কারণে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

আজ, সোমবার (৭ এপ্রিল) রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। তিনি লিখেছেন, "আমি সাম্প্রতিক ঘটনাটি নিয়ে কিছু বলতে চাই, যা ৭ এপ্রিল, ২০২৫-এ গ্লোবাল স্ট্রাইক ফর গাজাকে কেন্দ্র করে ঘটেছে। প্রথমেই বলতে চাই, আমার কথার ভুল বোঝাবুঝির কারণে যে গভীর কষ্ট ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার জন্য আমি গভীরভাবে দুঃখিত।"

তিনি আরও লেখেন, "আমি কখনোই ফিলিস্তিন এবং গাজার মজলুম মুসলিমদের উপর ইসরায়েলের ঘৃণিত হত্যাযজ্ঞ সমর্থন করিনি, এখনও করি না এবং কখনও করবো না। যে স্ক্রিনশটগুলো অনলাইনে ছড়িয়ে পড়েছে, তা আমার প্রকৃত মনোভাবকে প্রতিফলিত করে না। এখানে একটি ভুল বোঝাবুঝি হয়েছে, এবং আমার কথাগুলো ভুলভাবে উপস্থাপিত হয়েছে।"

তিনি এও বলেন, "আমি নিঃসন্দেহে গাজা এবং তার জনগণের পাশে আছি, তাদের ন্যায়বিচার ও স্বাধীনতার দাবিকে কঠোরভাবে সমর্থন করি। ফিলিস্তিনের মুসলমানদের হত্যার জন্য আমি ইসরায়েলের করুণ ধ্বংস চাই, মনে প্রাণে চাই, আল্লাহর কাছে চাই।"

এছাড়া, তিনি নিজের ছাত্রদের সাথে কথোপকথন প্রসঙ্গে বলেন, "যেহেতু আমার ছাত্রদের সঙ্গে কথোপকথনটি ছিল কিছুটা বিকালের দিকের, আমি সারাদিন সোশ্যাল মিডিয়ায় এক্টিভ না থাকার জন্য বুঝতে পারিনি।"

তাহমিনা রহমান তাঁর পোস্টে আরও লিখেছেন, "এটি পুরো বিশ্বের ও বাংলাদেশের স্টুডেন্টদের একটি কালেক্টিভ প্রটেস্ট। আমি নিতান্তই আমার নিজ ব্যাচের সেকশনের কিছু শিক্ষার্থীদের সিদ্ধান্ত ভেবেছিলাম, তাই আমার প্রতিক্রিয়া এরূপ ছিল। তবে সেটা হলেও আমার এইরূপ প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি।"

শেষে তিনি বলেন, "এই কারণে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার শিক্ষার্থী, সহকর্মী, বন্ধু এবং এই ঘটনার দ্বারা যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন।"

এ ঘটনায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ক্লাস বর্জন করার সময় শিক্ষার্থীদের অনুপস্থিত দেখানোর হুমকি দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে