ঢাকা, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
Sharenews24

গোপন তথ্য ফাঁস করলেন গৃহকর্মী

শেখ সাদির সঙ্গে একই বিছানায় ঘুমায় পরীমণি

২০২৫ এপ্রিল ০৬ ২২:৫৬:১২
শেখ সাদির সঙ্গে একই বিছানায় ঘুমায় পরীমণি

বিনোদন প্রতিবেদক: নির্যাতনের শিকার গৃহকর্মী পিংকী আক্তার দাবি করেছেন, আলোচিত ঢালিউড অভিনেত্রী পরীমণি এবং তরুণ গায়ক শেখ সাদী একই বিছানায় ঘুমায়।

শনিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পরীমণি ও শেখ সাদি একই রুমে আছেন, একই বিছানায় থাকেন এবং একই টেবিলে খান। আমি জানি না, তারা বিয়ে করেছেন কি না।”

গৃহকর্মী পিংকীকে মারধরের অভিযোগে ঢালিউড অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তবে গত শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে মারধরের শিকার পিংকীকে নিজের গৃহকর্মী বলে অস্বীকার করেন।

গৃহকর্মী পিংকী আক্তারের গ্রামের বাড়ি নেত্রকোনায়। গত বৃহস্পতিবার পরীমণির বিরুদ্ধে ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি।

পিংকী থানায় অভিযোগে উল্লেখ করেছেন, পরীমণি তার এক বছরের দত্তক মেয়েকে খাবার খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। তিনি আরও দাবি করেছেন যে, পরীমণি তাকে অকথ্য ভাষায় গালাগাল দেন এবং পরে ধারাবাহিকভাবে মারধর করেন, যার ফলে তিনি একাধিকবার ফ্লোরে পড়ে যান এবং তার বাম চোখে মারধরের কারণে আঘাত লাগে।

সম্প্রতি পরীমণির এবং শেখ সাদীর প্রেমের গুঞ্জন উঠেছে। তাদের একসঙ্গে ঘুরতে দেখা গেছে এবং সাদীর মা পরীমণির জন্য পিঠা তৈরি করে পাঠাচ্ছেন, এমন খবরও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

এদিকে, তাদের সম্পর্ক নিয়ে সাদী এখনও মুখ খুলেননি। তবে পরীমণি নানা অনুষ্ঠানে এবং কর্মকাণ্ডে তাদের সম্পর্কের বিষয়টি ইঙ্গিত দিচ্ছেন।

মামুন/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে