ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
Sharenews24

লাইভে সাংবাদিকদের গালি ও হুমকি দিলেন পরীমণি

২০২৫ এপ্রিল ০৫ ১৪:৫১:৩৮
লাইভে সাংবাদিকদের গালি ও হুমকি দিলেন পরীমণি

বিনোদন প্রতিবেদক: আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে, সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেছেন এই নায়িকা। এ ঘটনায় ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার পর গত রাতে পৌনে ২টার দিকে ফেসবুক লাইভে এসে পরীমণি তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি মোকাবিলার কথা জানান। ২১ মিনিট ৬ সেকেন্ডের এই লাইভে, তিনি আইনিভাবে বিষয়টি মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

তবে এই ঘটনায় সংবাদ প্রকাশিত হওয়ার পর তিনি গণমাধ্যমের প্রতি রীতিমতো ক্ষোভ উগরে দেন এবং দাবি করেন যে, সংবাদগুলো একতরফা এবং নিজেকে তিনি একপাক্ষিক বিচারের শিকার মনে করেন।

পরীমণি বলেন, “আমি এ পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত ছিলাম না। মিডিয়া ট্রায়াল বন্ধ করুন। জনসাধারণ কিন্তু আসল মিডিয়া। এসব বিষয়ে আপনাদের সাপোর্টিভ হতে হবে। এগুলো সুন্দর দেখায় না।”

তিনি আরও অভিযোগ করেন, “আমার বাসার নিচে আসার প্রয়োজন নেই, আমি নিজেই আপনাদের কাছে যাব। ওই মেয়ে আপনাদের নাম্বার কীভাবে পেল?” পরবর্তী সময়ে তিনি কিছু অকথ্য ভাষায় গণমাধ্যম ও সাংবাদিকদের গালিগালাজ করেন, যা প্রকাশের উপযুক্ত নয়।

তিনি বলেন, “আপনারা আইন, সংসার, জীবন সবকিছুর ঊর্ধ্বে যেতে চান। হিসাব কিন্তু একদিন আপনাদের দিতেই হবে।”

বর্তমানে ভাটারা থানায় এই ঘটনার তদন্ত চলছে এবং উভয় পক্ষের বক্তব্যে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যাচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। আইনজীবীরা বলেছেন, প্রমাণ ভিত্তিক সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাটি নিয়ে ব্যাপক বিতর্ক চলছে।

মিরাজ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে