ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
Sharenews24

এনসিপি নেতাদের ঈদ ক্যাম্পেইন: ৩৯টি আসনে বড় সাড়া

২০২৫ এপ্রিল ০৭ ১২:৩৭:৩৪
এনসিপি নেতাদের ঈদ ক্যাম্পেইন: ৩৯টি আসনে বড় সাড়া

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা দেশের অন্তত ৩৯টি নির্বাচনী আসনে সক্রিয়ভাবে জনসংযোগ করেছেন। তাদের মধ্যে কেউ ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার সাঁটিয়েছেন, আবার কেউ ঈদের দিন বা পূর্ববর্তী সময়ে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়, প্রীতি ফুটবল বা ক্রিকেট খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। এছাড়াও, ঈদের আনন্দের মধ্যে সামাজিক দায়িত্ব পালন করেও তারা স্থানীয় জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন।

এনসিপির নেতারা তাদের নির্বাচনী এলাকাগুলিতে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সঙ্গে ঈদ উপহারও বিনিময় করেছেন। দলের বেশ কিছু নেতা ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্পর্ক গড়েছেন। যদিও, কিছু এলাকায় তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, তবুও এনসিপি নেতারা তাদের জনসংযোগের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

কইভাবে ঈদে নিজ এলাকায় সক্রিয় ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (চাঁদপুর-৫), দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪), জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ (নোয়াখালী-৬), যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম (কুষ্টিয়া-১), যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক (চট্টগ্রাম-১৬), মশিউর রহমান (ঝালকাঠি-১), মো. নিজাম উদ্দিন (ঢাকা-৫) ও মাহিন সরকার (সিরাজগঞ্জ-৫)।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন (নওগাঁ-৫), মুজাহিদুল ইসলাম শাহিন (পটুয়াখালী-২), আতিক মুজাহিদ (কুড়িগ্রাম-২) ও মাহবুব আলম (লক্ষ্মীপুর-১), যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ (সিরাজগঞ্জ–২), যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ (গাজীপুর-৩), মোল্যা রহমতুল্লাহ্ (বাগেরহাট-৩), যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত (ফেনী-২), দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার (ঢাকা-৫), উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়ন (নীলফামারী-৪), যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম (ঠাকুরগাঁও-৩), আরিফুর রহমান তুহিন (ঝালকাঠি-১), সাকিল আহমাদ (মেহেরপুর-২), আশিকিন আলম (ময়মনসিংহ-৯), তুহিন মাহমুদ (নারায়ণগঞ্জ-৩), আবদুল্লাহ আল ফয়সাল (নরসিংদী-৫), খান মুহাম্মদ মুরসালীন (ঢাকা-৬), নাভিদ নওরোজ শাহ্ (কুমিল্লা-৬), উত্তরাঞ্চলের সংগঠক আবদুল্লাহ আল মনসুর (ফেনী-২) ও মিরাজ মেহরাব তালুকদার (ময়মনসিংহ-৫) এবং সদস্য আবদুল্লাহিল মামুন নিলয় (নরসিংদী-৩), মো. ইমরান হোসেন (ঢাকা-২), এহসানুল মাহবুব জোবায়ের (ফেনী-১), ফাহিম রহমান খান পাঠান (নেত্রকোনা-২), সোহেল রানা (মেহেরপুর-১) ও সাইয়েদ জামিলও (রাজবাড়ী-২) নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদের সময় জনসংযোগ করেছেন।

এনসিপির নেতারা ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের উদ্দেশ্য ও দলীয় মতামত শেয়ার করেছেন। তারা আরও বলেন, জনগণকে মনে রাখতে হবে যে, তাঁদের ভোট দেওয়া উচিত দল বা মার্কার পরিবর্তে একজন যোগ্য ও সৎ ব্যক্তিকে।

দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসেন, এবং যুগ্ম সদস্যসচিব আবদুল হান্নান মাসউদসহ অন্যান্য নেতারা ঈদের সময় এলাকায় সক্রিয় ছিলেন এবং সংগঠনকে শক্তিশালী করতে অব্যাহত কাজ করে যাচ্ছেন।

এনসিপি নেতারা জানিয়েছেন, ঈদকেন্দ্রিক জনসংযোগে ব্যাপক সাড়া পেয়েছেন এবং তারা এখন সংগঠনকে আরও শক্তিশালী করতে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চালিয়ে যাবেন।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে