ঢাকা, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
Sharenews24

মিরপুর সনি সিনেমা হলে বুবলী আসার পর যা ঘটলো

২০২৫ এপ্রিল ০৬ ১৪:৩০:৩০
মিরপুর সনি সিনেমা হলে বুবলী আসার পর যা ঘটলো

নিজস্ব প্রতিবেদক : ঈদ উৎসবে মুক্তি পাওয়া চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত সিনেমা ‘জংলি’ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সিনেমাটি দেখতে মিরপুর সনি সিনেমা হলে গিয়ে উপস্থিত হন বুবলী। তার উপস্থিতি মুহূর্তেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করে এবং সেখানে উপচেপড়া ভিড় জমে যায়।

একটি ১৮ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, বুবলী এবং সিনেমার অন্য অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি সিনেমাটি দেখতে সনি সিনেমা হলে পৌঁছান। এ সময় তাদের দুজনকেই দর্শকের ভিড় ঠেলে সিনেমা হলে প্রবেশ করতে হয়।

বুবলী কালো সালোয়ার-কামিজ এবং দীঘি অ্যাশ রঙের শাড়ি পরেছিলেন। দর্শকদের উচ্ছ্বাস দেখে খুশি হয়ে তারা বলেন, “দর্শকের জন্যই আমরা সিনেমায় অভিনয় করি। যখন তারা সিনেমা দেখতে আসে, সত্যিই ভালো লাগে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।”

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমাটি দেশের বিভিন্ন সিনেমা হলে দর্শকপ্রিয়তা অর্জন করেছে। সিনেমাটি সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যা—শিশুদের শ্লীলতাহানির বিষয়টি তুলে ধরেছে, যা থেকে দর্শকরা অনেক কিছু শিখতে পারছেন বলে মনে করছেন।

এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, যিনি একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হয়েছেন। সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি এবং শবনম বুবলী। সিনেমার গানের সুর ও সংগীত আয়োজন করেছেন প্রিন্স মাহমুদ।

মুয়াজ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে