ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ফিলিস্তিন ইস্যুতে মুসলিম উম্মাহর করণীয়, জানালেন আজহারি

২০২৫ এপ্রিল ০৬ ১৭:১৯:২০
ফিলিস্তিন ইস্যুতে মুসলিম উম্মাহর করণীয়, জানালেন আজহারি

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিন ইস্যুতে মুসলিম উম্মাহর করণীয় সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি।

রোববার (৬ এপ্রিল) বিকালে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা ও এর সমাধানের পথ নিয়ে আলোচনা করেন।

আজহারির স্ট্যাটাসের মূল বক্তব্য:

মাওলানা আজহারি তার স্ট্যাটাসে বলেন, “গত কয়েকদিনের ছবি ও ভিডিও ক্লিপসগুলো দেখে আমি এক অসহনীয় কষ্টকর সময় পার করছি। কিন্তু এর মধ্যে আমাদের করণীয় নিয়ে গভীরভাবে ভাবনা প্রয়োজন।” তিনি আরও বলেন, “বর্তমানে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ নানা সংকটে নিমজ্জিত, এবং তার অন্যতম কারণ হলো নিজেদের পরিচয় ভুলে যাওয়া।”

মাওলানা আজহারি উল্লেখ করেন, শুধু পণ্য বয়কট করে সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি বলেন, “আমাদের শুধু প্রতিক্রিয়াশীল জাতি হয়ে না থেকে ক্রিয়াশীল জাতি হয়ে উঠতে হবে। আমাদের নিজেদের মানসম্মত ব্র্যান্ড গড়ে তোলা জরুরি।” তিনি আরও বলেন, মুসলিমদের মধ্যে জ্ঞান-বিজ্ঞানে উৎকর্ষতার জন্য একাগ্রতার প্রয়োজন রয়েছে, যা মুসলিমদের শক্তিশালী করে তুলবে।

গবেষণা ও পেশাদারিত্বের গুরুত্ব:

মাওলানা আজহারি লেখেন, “একজন মুসলিম হিসেবে শিক্ষা ও গবেষণায় নিজেকে শক্ত অবস্থানে দাঁড় করানো, মানে গোটা উম্মাহকে শক্তিশালী করা।” তিনি রাসুল ﷺ এর হাদিস উদ্ধৃত করে বলেন, “দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বেশি প্রিয়।”

অপ্রয়োজনীয় কাজে লিপ্ত থাকা:

আজহারি তার স্ট্যাটাসে মুসলিমদের আপেক্ষিক অপ্রয়োজনীয় কাজে লিপ্ত থাকার প্রতি হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা নানা আনপ্রোডাক্টিভ কাজে লিপ্ত হয়ে উম্মাহকে দুর্বল করে ফেলছি। এইভাবে চলতে থাকলে উম্মাহ সংকটকালে কোনো কাজে আসবে না।”

আবু দাঊদের হাদিসের উদ্ধৃতি:

স্ট্যাটাসের শেষে তিনি আবু দাঊদের ৪ হাজার ২৯৯ নম্বর হাদিসের উদ্ধৃতি দেন, যেখানে রাসুল ﷺ বলেছেন, “অনতিদূরে সকল বিজাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেমন ভোজনকারীরা ভোজপাত্রের ওপর একত্রিত হয়। তখন তোমরা সংখ্যায় অনেক হলেও, শক্তিহীন, মূল্যহীন হবে।”

মাওলানা আজহারি এই হাদিসের মাধ্যমে মুসলিমদের একতার গুরুত্ব এবং নিজেদের শক্তি বাড়ানোর আহ্বান জানান।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে