ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
Sharenews24

পুত্রসন্তান পেতে বিশেষ পদ্ধতি নিয়ে যা বললেন  ডা. তাসনিম জারা

২০২৫ মার্চ ১৪ ১১:৫৩:১৬
পুত্রসন্তান পেতে বিশেষ পদ্ধতি নিয়ে যা বললেন  ডা. তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় উপমহাদেশে ছেলে সন্তানের প্রতি মানুষের আগ্রহ বেশিরভাগ সময়ই লক্ষ্য করা যায়। এই বিষয়ে সমাজে অনেক মিথ প্রচলিত আছে এবং প্রাচীন কালে কিছু অদ্ভুত পদ্ধতি গ্রহণ করতেন পুরুষ ও নারীরা। কিন্তু আসলে পুত্রসন্তান পাওয়ার জন্য কোনো বৈজ্ঞানিক পদ্ধতি আছে কিনা, তা নিয়ে ডা. তাসনিম জারা মন্তব্য করেছেন।

তিনি জানান, আজ থেকে প্রায় ২০০-২৫০ বছর আগে ফ্রান্সের সম্ভ্রান্ত পরিবারগুলোর পুরুষরা তাদের বাঁদিকের অণ্ডকোষ বেঁধে রাখতেন বা কখনো কখনো সেটি কেটে ফেলতেন। তাদের বিশ্বাস ছিল যে ডান দিকের অণ্ডকোষ থেকে ছেলে এবং বাঁদিকে অণ্ডকোষ থেকে মেয়ে সন্তান হয়। এজন্য তারা বেঁধে রাখতেন বা কেটে ফেলতেন বাঁদিকে অণ্ডকোষ।

এছাড়া, যাদের সাহস ছিল না অণ্ডকোষ কাটার, তাদের জন্য ওই সময়কার একজন বিজ্ঞানী এক বিকল্প পদ্ধতি প্রদান করেছিলেন। তিনি বলেছিলেন, স্ত্রীরা সহবাসের পর একদিকে কাত হয়ে শুয়ে থাকলে তাদের পছন্দের লিঙ্গের সন্তান হতে পারে। এই পদ্ধতিটি বেশ জনপ্রিয় ছিল এবং ওই সময়কার একটি বই "দ্য আর্ট অব হেভিং বয়েস" অনেক মানুষ কিনেছিল।

ডা. তাসনিম জারা জানান, যদিও এসব পদ্ধতি তখনকার সময়ে জনপ্রিয় ছিল, বর্তমানে এটি হাস্যকর মনে হয়। তিনি বলেন, সত্যিকার অর্থে ছেলে ও মেয়ে সন্তান হওয়া সম্পূর্ণভাবে স্রষ্টার ইচ্ছার ওপর নির্ভর করে এবং এই বিষয়ে মানুষের কোনো ইচ্ছার প্রতিফলন ঘটানোর সুযোগ নেই। অতএব, পুত্রসন্তান পাওয়ার জন্য কোনো চমকপ্রদ পদ্ধতির দিকে গেলে তা পরিহার করা উচিত, কারণ এতে শারীরিক ও আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে