ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
Sharenews24

গণজাগরণ মঞ্চের লাকীর মৃত্যুর খবর জানা গেলো সত্যতা

২০২৫ মার্চ ১৪ ১১:৫০:৪৩
গণজাগরণ মঞ্চের লাকীর মৃত্যুর খবর জানা গেলো সত্যতা

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে 'ধর্ষণবিরোধী আন্দোলনের সংগ্রামী কণ্ঠ লাকী আক্তার নিহত' শীর্ষক একটি তথ্য ছড়িয়ে পড়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, এই দাবিটি সঠিক নয়।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় যে, লাকী আক্তারের মৃত্যুর খবরটি ভিত্তিহীন এবং এটি কোনো তথ্য-প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

তাদের অনুসন্ধানের মাধ্যমে এ বিষয়টি স্পষ্ট হয়েছে যে, ১৩ মার্চ প্রকাশিত স্বাধীন নিউজ নামক ওয়েবসাইটের প্রতিবেদনটি ভুল ছিল। প্রতিবেদনটিতে বলা হয়েছিল, ধর্ষণবিরোধী আন্দোলনের এই সংগঠক লাকী আক্তার ১২ মার্চ রাত ১২টায় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন।

তবে, এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি যে, কোন নির্দিষ্ট জায়গায় হামলা হয়েছে, কোথায় তাকে আঘাত করা হয়েছে বা চিকিৎসক বা পুলিশের কোনো বক্তব্য পাওয়া গেছে। আরো বিস্ময়কর হলো, স্বাধীন নিউজ ওয়েবসাইটটি একটি ব্লগিং প্ল্যাটফর্ম এবং এটি বিশ্বাসযোগ্য মূলধারার সংবাদ মাধ্যম নয়।

এদিকে, গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে এ বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, ফলে এটি প্রমাণিত হয় যে লাকী আক্তারের মৃত্যুর খবর মিথ্যা ছিল।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে