ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

২৫ মার্চ থেকে বন্ধ হতে যাচ্ছে ইটভাটা

২০২৫ মার্চ ১২ ২০:১০:৫০
২৫ মার্চ থেকে বন্ধ হতে যাচ্ছে ইটভাটা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সাত দফা দাবি না মানলে আগামী ২৫ মার্চ থেকে দেশের ৮ হাজার ইটভাটায় ১৫ দিনের জন্য ইট বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে। এতে প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মহীন হতে পারে এবং ১৪ হাজার মালিক ক্ষতির সম্মুখীন হবেন। এই কর্মবিরতির পর আগামী বছর থেকে সারা দেশে ইট উৎপাদন বন্ধ হওয়ারও আশঙ্কা রয়েছে।

বুধবার বিকালে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান যুগান্তরকে জানান, তাদের ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে দেশের ইটভাটা খাতে বিশাল ক্ষতি হতে পারে। তিনি বলেন, "এই খাতের মালিকদের প্রায় ৮ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ রয়েছে। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই ঋণের টাকা অনাদায়ী থেকে যাবে, এবং সরকারও হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাবে।"

মঙ্গলবার সারা দেশে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইটভাটা মালিক ও শ্রমিকরা। তারা তাদের সাত দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছে। তাদের দাবি, ২০১৩ সালের ইটভাটা নিয়ন্ত্রণ আইনে কিছু অস্পষ্টতা রয়েছে, যার কারণে অনেক মালিকদের ছাড়পত্র ও লাইসেন্স পাওয়া কঠিন হয়ে পড়েছে।

ইটভাটা মালিকরা উল্লেখ করেন, যদি তাদের দাবি না মানা হয়, তবে তারা আগামী বছর থেকে সারা দেশে ইট উৎপাদন বন্ধ করে দেবেন। এর ফলে রাস্তা, সেতু, ভবনসহ সব উন্নয়ন প্রকল্প ব্যাহত হতে পারে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে