ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

চালের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান

২০২৫ মার্চ ১১ ২০:১১:১৬
চালের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধায় ফেয়ার প্রাইসের চালের বস্তায় এখনো স্বৈরাচার শেখ হাসিনার নামে স্লোগান দেখা গেছে, যা সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

জানা যায়, জেলার সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে ‘শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা স্লোগানসহ চালের বস্তা বিতরণ করা হচ্ছিল। এই স্লোগানসংবলিত বস্তা ফেয়ার প্রাইসের চাল বিতরণের জন্য ডিলার পয়েন্টে পাঠানো হচ্ছিল।

ডিলার রামপ্রসাদ সাহার কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “গোডাউন থেকে যদি দেওয়া হয়, তাহলে আমরা কী করব।”

সূত্র জানিয়েছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ফেয়ার প্রাইসের চাল গত সোমবার ও মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে বিতরণ করা হয়েছিল, এবং সেগুলোর বস্তায় ‘স্বৈরাচার শেখ হাসিনার’ নাম লেখা ছিল। এ চালটি ডিলার সদর উপজেলা খাদ্য গোডাউন থেকে উত্তোলন করেন।

এ ঘটনায় খাদ্য মন্ত্রণালয় সারা দেশে বিতর্কিত স্লোগানসহ বস্তা ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়। তবে, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আমি লেখা মুছে দেওয়ার জন্য সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি, তারপরেও কী কারণে ওই লেখা সংবলিত বস্তা দিয়ে চাল দেওয়া হয়েছে তা আমার বোধগম্য নয়।”

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান বলেন, “আমরা কালি দিয়ে ওই লেখাগুলো মুছে দিচ্ছি। মাত্র ২০-২৫ জন লেবার দিয়ে কাজ করতে হচ্ছে আমাদের। এর পরেও দু-একটি বস্তায় অনিচ্ছাকৃতভাবে ওই স্লোগানসংবলিত লেখা থেকে যেতে পারে। আমি নির্দেশনা দিয়েছি দ্রুত এগুলো মুছে দিতে।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে