ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫
Sharenews24

নির্বাচনে কারা জয়ী হতে পারে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি

২০২৫ মার্চ ০৮ ১৭:৩২:০১
নির্বাচনে কারা জয়ী হতে পারে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি

নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের জাতীয় নির্বাচন, এবং ওই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়ী হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপি-তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই রিপোর্টটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নির্বাচন আয়োজনের বিষয়ে বিএনপি ও এনসিপির মধ্যে বিরোধ দেখা দিয়েছে। বিএনপি মনে করে, যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা উচিত, যেন একটি জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার গঠন করা যায়।

নাহিদ ইসলাম এএফপিকে জানিয়েছেন, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এবং এমন পরিস্থিতিতে নির্বাচন আয়োজন সম্ভব নয়। তবে তিনি নির্বাচন বিলম্বের ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করেছেন।

গত বছরের জুলাই-আগস্টে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের মুখ্য নেতা ছিলেন নাহিদ ইসলাম। তার নেতৃত্বে গঠিত হয় নতুন রাজনৈতিক দল এনসিপি, যা সরকারের পক্ষ থেকে পদত্যাগের পর আত্মপ্রকাশ করে। নাহিদ ইসলাম মনে করেন, রাজনৈতিক দল গঠন করার মাধ্যমে তারা একটি নতুন শক্তির সূচনা করেছেন, যা আগামী কয়েক দশক ধরে প্রভাব বিস্তার করবে।

এছাড়া, এনসিপির অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা হয়েছে, যেমন—ডানপন্থীদের দাবির মুখে সমকামীদের অধিকার নিয়ে কাজ করা এক সদস্যকে সরিয়ে দেওয়া হয়। তবে নাহিদ ইসলাম বলেছেন, তারা সবার অন্তর্ভুক্তিতে বিশ্বাস করেন, তবে ধর্মীয় ও সাংস্কৃতিক সীমাবদ্ধতার কারণে কিছু বিষয় নিয়ে আপত্তি রয়েছে।

এনসিপি জানিয়েছে, তারা নারীদের সামনে আনতে এবং সব ধর্ম ও বর্ণের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে আগ্রহী, যাতে সব নাগরিক তাদের অধিকার ভোগ করতে পারে।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে