ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫
Sharenews24

আ. লীগ নেতার প্রোফাইলে খালেদা জিয়ার ছবি, সমালোচনার ঝড়

২০২৫ মার্চ ০৮ ১০:৪৮:৪৬
আ. লীগ নেতার প্রোফাইলে খালেদা জিয়ার ছবি, সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম পিন্টুর ফেসবুক প্রোফাইল ও কাভার ফটোতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ব্যবহার করা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পিন্টু বর্তমানে বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তিনি সাবেক ছাত্রদল নেতা ছিলেন।

গত বছরের ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট থেকে পিন্টুর ফেসবুক প্রোফাইল ও কাভার ফটোতে খালেদা জিয়ার ছবি দেখা যেতে থাকে। এরপর ২১ আগস্ট তিনি বিএনপির কেন্দ্রীয় নেতাদের ছবি পোস্ট করেন, যার মধ্যে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং অন্যান্য স্থানীয় বিএনপি নেতাদের ছবি ছিল। এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং পিন্টু নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন।

এ বিষয়ে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা জানান, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, কোনো আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগ দিতে পারেন না। তবে তিনি পিন্টুর বিএনপিতে যোগদানের ব্যাপারে কিছু জানেন না।

পিন্টু নিজে জানান, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে এবং তিনি থানায় জিডি করেছেন। তিনি দাবি করেন, অনেক দিন ধরে তার আইডি থেকে এসব পোস্ট দেওয়া হচ্ছে। পিন্টু আরও বলেন, তিনি একসময় ছাত্রদল করতেন, তবে গত এক যুগ ধরে আওয়ামী লীগে রয়েছেন এবং এখনো আওয়ামী লীগের সদস্য। তার মতে, শোক দিবসের অনুষ্ঠান পালন করতে গিয়ে তিনি মামলার আসামি হয়েছেন।

এ পরিস্থিতিতে, স্থানীয়দের মধ্যে এই ঘটনা নিয়ে অনেক আলোচনা সৃষ্টি হয়েছে এবং পিন্টুর অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে