ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর অংশগ্রহণ নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি

২০২৫ মার্চ ০৭ ১০:০০:৪৬
শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর অংশগ্রহণ নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক : গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শেখ হাসিনার সরকার আন্দোলন দমন করতে সেনাবাহিনীকে ব্যবহার করে। এই সময় জাতিসংঘ সেনাবাহিনীর প্রতি একটি কঠোর হুঁশিয়ারি দিয়েছিল। জাতিসংঘ সতর্ক করে বলেছিল যে, যদি সেনাবাহিনী সহিংসতার পথে চলে, তাহলে তাদের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ করে দেয়া হতে পারে।

জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বিবিসির "হার্ডটক" অনুষ্ঠানে এই বিষয়ে মন্তব্য করেছেন। তিনি জানান, জাতিসংঘ বিশ্বজুড়ে সংঘাত ও সহিংসতার কারণে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বারবার সংবাদের শিরোনাম হচ্ছে, এবং এর মধ্যে বাংলাদেশের উদাহরণও রয়েছে। তিনি বলেন, “যদি সেনাবাহিনী সহিংসতায় জড়িয়ে পড়ে, তবে তাদের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ স্থগিত করা হতে পারে।”

ভলকার তুর্ক আরও বলেন, “বাংলাদেশের শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলন করেছিল এবং শেখ হাসিনার সরকার তাদের দমন করতে সহিংসতা ব্যবহার করেছিল। জাতিসংঘ তখন সেনাবাহিনীকে সতর্ক করে দিয়েছিল। তবে আমাদের কণ্ঠ সোচ্চার ছিল এবং পরিস্থিতি পরিবর্তন ঘটেছে।”

তিনি বলেন, ২০২২ সালের ছাত্র আন্দোলনের পর বাংলাদেশে কিছু পরিবর্তন দেখা গেছে এবং এর ফলে জাতিসংঘের সতর্কতার ফলশ্রুতিতে বাংলাদেশে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও তিনি এই বিষয়টি সরাসরি বলেননি, তবে তিনি ড. মুহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গও তুলে ধরেছেন, যা দেশের পরিস্থিতির পরিবর্তনকে সংকেত দেয়।

এছাড়া, ভলকার তুর্ক বৈশ্বিক সংঘাতের প্রভাব নিয়ে আলোচনা করার সময় বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, বর্তমানে ৫৯টি দেশে সহিংসতা ঘটছে এবং এসব সহিংসতার পেছনে ভূরাজনৈতিক কারণ রয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে