ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে প্রতিবেদন জেনেভায় উপস্থাপন

২০২৫ মার্চ ০৫ ২২:৪১:৪২
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে প্রতিবেদন জেনেভায় উপস্থাপন

ডেস্ক রিপোর্ট: ২০২৪ সালের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বাংলাদেশের বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন নিয়ে জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন জেনেভায় উপস্থাপন করা হয়েছে।

বুধবার (০৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এই প্রতিবেদন উপস্থাপন করেন।

জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮ তম অধিবেশনে ভলকার তুর্ক ফৌজদারি মামলায় যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “গত বছর বাংলাদেশে সহিংসতার ফলে ব্যাপক বিপর্যয়ের মুখে পড়ে। তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে নৃশংসভাবে দমন করেছে, যা মানবাধিকার লঙ্ঘনের সামিল।”

ভলকার তুর্ক আরও বলেন, “দেশ এখন নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরে এবং এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

গত ০২ মার্চ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে জানান, প্রতিবেদন উপস্থাপন করার পাশাপাশি জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল বাংলাদেশে মানবাধিকার, ন্যায়বিচার এবং জবাবদিহিতা নিয়ে সদস্য রাষ্ট্র ও বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করবে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর তাদের জেনেভা অফিস থেকে 'বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন' শীর্ষক একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, ওই সময়ে বাংলাদেশের বিক্ষোভে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মিলিটারি রাইফেল ও প্রাণঘাতী শটগানে নিহত হন। এ ছাড়া, অনেকেই আজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছেন।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে