ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বড় ঘোষণায় উত্তাল বিশ্ব

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১২:৪৭:৪৭
নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বড় ঘোষণায় উত্তাল বিশ্ব

নিজস্ব প্রতিবেদক : মার্কিন নাগরিকত্ব পেতে হলে খরচ করতে হবে ৫০ লাখ মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইবি-৫ ভিসার পরিবর্তে নতুন এক ‘গোল্ড কার্ড’ চালুর প্রস্তাব দিয়েছেন, যা কিনলে নাগরিকত্বও পাওয়া যাবে।

মঙ্গলবার স্থানীয় সময় নতুন এই নীতির ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, "এই 'গোল্ড কার্ড' দিয়ে নাগরিকত্বের পথ খুলবে এবং এটি ৫০ লাখ ডলারে পাওয়া যাবে।"

গোল্ড কার্ডের মাধ্যমে আমেরিকায় আসা ব্যক্তিরা অর্থ ব্যয় করবেন, কর দেবেন এবং কর্মসংস্থান সৃষ্টি করবেন।

ট্রাম্প দাবি করেছেন, এই নীতি বাস্তবায়িত হলে ১০ লাখ কার্ড বিক্রি হবে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে প্রক্রিয়া চালু হয়ে যাবে। তবে মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই বলে জানান তিনি।

বিশেষজ্ঞদের মতে, নতুন গোল্ড কার্ড চালু হলে বর্তমান 'ইবি-৫ প্রোগ্রাম' এর ওপর প্রভাব পড়তে পারে। 'ইবি-৫ প্রোগ্রাম' মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা গ্রিন কার্ড পেয়ে থাকেন, আর গোল্ড কার্ড চালু হলে এটি হয়তো আর কার্যকরী থাকবে না।

এনামুল/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে