ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কাঠগড়ায় হাজী সেলিমের ২ পৃষ্ঠার রহস্যময় কাগজ

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১২:৩৫:০০
কাঠগড়ায় হাজী সেলিমের ২ পৃষ্ঠার রহস্যময় কাগজ

নিজস্ব প্রতিবেদক : যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করেছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত তাকে গ্রেপ্তার দেখান। তবে, আদালতে হাজিরা দেওয়ার পর তিনি মেজাজ হারান এবং কাঠগড়ায় দাঁড়িয়ে ২ পৃষ্ঠার কাগজ পড়েন।

এদিন হাজী সেলিমসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর ১০টা ৬ মিনিটে পুলিশ প্রহরায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট এবং হ্যান্ডকাফ পরিয়ে তাকে হাজতখানা থেকে বের করা হয়। আদালতে তোলার পর হাজী সেলিমের হেলমেট খুলে দেয় পুলিশ। তখন কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি তার আইনজীবীর প্রতি বিরক্তি প্রকাশ করেন এবং নানা ধরনের অঙ্গভঙ্গি করতে থাকেন। মাঝে মাঝে নিজের হাতের আঙুল দিয়ে কিছু বুঝানোর চেষ্টা করেন।

পরে তার আইনজীবী প্রাণ নাথ আদালতের অনুমতি নিয়ে হাজী সেলিমকে দুটি পৃষ্ঠার প্রিন্ট করা কাগজ পড়তে দেন। ওই কাগজে তার প্রতিষ্ঠানের জমি অধিগ্রহণের বিষয়টি লিখিত ছিল। আইনজীবী জানান, কাগজটি পড়ে হাজী সেলিমকে বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়।

অপরদিকে, তার আইনজীবী জানান, হাজী সেলিমের মালিকানাধীন মদিনা মেরিটাইমের নামে পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন সাড়ে ১০ একর জমি রয়েছে, যেটি সরকার অধিগ্রহণ করতে যাচ্ছে। এছাড়া, আরো সাড়ে ১০ একর জমি ক্রয়ের রেজিস্ট্রেশন করারও পরিকল্পনা রয়েছে, যা তাকে জানানো হয়েছে।

হাজী সেলিমের বিরক্তির কারণ সম্পর্কে তার আইনজীবী বলেন, কারাগারে তাকে তেমন সুবিধা দেওয়া হচ্ছে না এবং তার কথা কেউ বুঝতে পারছে না, এসব কারণে তিনি বিরক্তি প্রকাশ করেছেন।

এনামুল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে