ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশে আসছেন ইলন মাস্ক!

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১৮:৩৮:২০
বাংলাদেশে আসছেন ইলন মাস্ক!

নিজস্ব প্রতিবেদক: মার্কিন শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও স্পেসএক্সের CEO ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চিঠিতে তিনি স্টারলিংক স্যাটেলাইট সেবা বাংলাদেশে চালু করার জন্য ৯০ কর্মদিবসের মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেন।

ড. ইউনূস তার চিঠিতে উল্লেখ করেন, স্টারলিংক সেবা বাংলাদেশে শুরু হলে এটি একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে, বিশেষত দেশের তরুণ ও গ্রামীণ নারী-পুরুষদের জন্য। তিনি আরও জানান, ইলন মাস্ক যদি বাংলাদেশ সফর করেন, তাহলে তিনি তরুণদের সঙ্গে সাক্ষাৎ করে দেখবেন কীভাবে তারা এই প্রযুক্তি থেকে উপকৃত হতে পারে।

এর আগে, ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে এক দীর্ঘ টেলিফোন আলোচনা করেন ড. ইউনূস, যেখানে বাংলাদেশে স্টারলিংক সেবা চালুর বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া, প্রধান উপদেষ্টা তার প্রতিনিধি ড. খলিলুর রহমানকে নির্দেশ দিয়েছেন, যাতে দ্রুত স্টারলিংক সেবা চালু করতে স্পেসএক্স দলের সঙ্গে সমন্বয় করা হয়।

এনামুল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে