ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ছাত্রদল-ছাত্রশিবিরের নেতাদের ইলিয়াসের হুঁশিয়ারি

২০২৫ ফেব্রুয়ারি ২২ ১০:২১:২৬
ছাত্রদল-ছাত্রশিবিরের নেতাদের ইলিয়াসের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী অ্যাকটিভিস্ট ও সাংবাদিক ইলিয়াস হোসাইন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক ক্ষুদ্র স্ট্যাটাসে তিনি এই হুঁশিয়ারি দেন।

স্ট্যাটাসে ইলিয়াস হোসেন লেখেন, ‘ছাত্রদল-ছাত্রশিবিরের কেউ যদি ছাত্রলীগের মতো আচরণ করে, তাহলে পরিণতিও তাদের মতোই হবে।’

এ সময় তার এই মন্তব্যের সপক্ষে অনেককে কমেন্ট করতে দেখা গেছে। তাদের মধ্যে মাহমুদুল হক জালীস নামের একজন কমেন্টে লেখেন, ‘ক্লিয়ার কথা। লীগের মতো আচরণ যারাই করবে, তাদেরই চিহ্নিত করে জাতির সামনে তুলে ধরা হবে।’

মুহাম্মাদ মুর্তাজা আলী নামে একজন লেখেন, ‘কোনো ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। সেটা যে দলেরই হোক।’

সরকার সবুজ আহমেদ নামের একজন লেখেন, ‘ছাত্রদল আর ছাত্রশিবিরকে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানাচ্ছি।’

সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা নিয়ে এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

তপন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে