ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

যে শহীদ মিনারে ফুল দেয় না কেউ

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১৭:৩১:১০
যে শহীদ মিনারে ফুল দেয় না কেউ

নিজস্ব প্রতিবেদক: দুই যুগ আগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নির্মাণ করা একটি শহীদ মিনারে আজও কেউ ফুল দিতে যায়নি। এ শহীদ মিনারটি কখনো শ্রদ্ধা জানানো হয়নি এবং বর্তমানে এটি অবহেলা ও অযত্নের কারণে নষ্ট হয়ে যাচ্ছে।

কালীগঞ্জ উপজেলা পরিষদের পূর্ব দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দুটি বিশাল পুকুর ছিল, যার মাঝ দিয়ে প্রবেশ পথ ছিল উপজেলা পরিষদে। ২০০১ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই পুকুর দুটি ভরাট করা হয়। এরপর সেখানে এক পাশে স্মৃতিসৌধ এবং অন্য পাশে শহীদ মিনার নির্মাণ করা হয়।

বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হলেও শহীদ মিনারে কখনো ফুল দেওয়া হয়নি। দুই যুগ ধরে এই মিনারটি উপেক্ষিত রয়েছে। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, শহীদ মিনারের মূল ফটক তালাবদ্ধ, এবং দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে তার চারপাশে ময়লার স্তূপ জমে গেছে। মিনারটি জঙ্গলে ঢাকা পড়ে গেছে এবং ধসে পড়ছে।

স্থানীয় শোভন সাহা বলেন, "প্রতিবছর ২১ ফেব্রুয়ারি দেশের সব শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়, তবে এই শহীদ মিনারে কেউ ফুল দিতে বা শ্রদ্ধা জানাতে আসে না।" তিনি আরও বলেন, "স্থানীয় প্রশাসনকে কখনও এ মিনারের বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখিনি।"

একটি নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক বলেন, "এ শহীদ মিনারের অবস্থা এমন যে, সবাই আমাদের কলেজ চত্বরে নির্মিত শহীদ মিনারে ফুল দিতে আসে। তবে এই মিনারটি গত দুই যুগ ধরে অবহেলিত রয়ে গেছে। আমি কোনোদিন কাউকে এখানে ফুল দিতে দেখি না।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেদারুল ইসলাম বলেন, "আমি এখানে নতুন যোগদান করেছি। শহীদ মিনারের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।"

এই শহীদ মিনারের অবস্থা অনেকের মনে প্রশ্ন তৈরি করেছে যে, এ ধরনের শহীদ মিনারগুলোর প্রতি আমাদের সম্মান এবং যত্নের অভাব কেন?

তপন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে