ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

দেশে ফিরে বাবর জানালেন তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১৬:৩৬:১৯
দেশে ফিরে বাবর জানালেন তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ওমরাহ পালন ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি আজ দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছান।

এদিকে, তাঁর শারীরিক অবস্থা নিয়ে সদ্য একটি আপডেট পাওয়া গেছে। জানা গেছে, গত ৩০ জানুয়ারি তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন। দুবাইয়ে যাত্রা বিরতির সময় অসুস্থ হয়ে পড়লে সেখানকার হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তিনি সৌদি আরবে যান এবং সেখানে প্রায় তিন সপ্তাহ কাটান।

এ সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বিশেষ চিকিৎসা দেওয়া হয়। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন এবং চিকিৎসকদের পরামর্শে দেশে ফিরে এসেছেন। দেশে ফিরেই তিনি তাঁর সুস্থতার বিষয়ে জানিয়ে বলেন, "আল্লাহর রহমতে এখন আমি ভালো আছি।"

বিএনপির মিডিয়া সেলের একজন সদস্য জানিয়েছেন, লুৎফুজ্জামান বাবর সুস্থ হয়ে ফিরে আসায় তার পরিবার এবং দলীয় নেতাকর্মীরা আনন্দিত। তিনি বর্তমানে নিজের বাসভবনে বিশ্রামে আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করছেন।

আগামী দিনগুলোতে তাঁর পূর্ণ সুস্থতার জন্য বিশ্রামের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে।

তপন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে