ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

বড় অংকের টাকা স্থানান্তরে ডিএমপির ‘মানি এস্কর্ট’ সেবা

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১৬:১০:১৮
বড় অংকের টাকা স্থানান্তরে ডিএমপির ‘মানি এস্কর্ট’ সেবা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অর্থ স্থানান্তরের জন্য ‘মানি এস্কর্ট’ সেবা প্রদান করবে। অর্থাৎ, কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি অধিক পরিমাণ অর্থ স্থানান্তরের জন্য পুলিশ সহায়তা চায়, তবে ডিএমপি তাদের এস্কর্ট সেবা প্রদান করবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

অর্থ স্থানান্তর বৃদ্ধি: রমজান ও ঈদ উপলক্ষে ব্যবসা-বাণিজ্য ও অর্থ লেনদেন বৃদ্ধি পাবে।

এস্কর্ট সেবা: যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ স্থানান্তরের জন্য পুলিশ সহায়তা চায়, তারা সংশ্লিষ্ট থানা বা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবে।

যোগাযোগ নম্বর:

- কন্ট্রোল রুমের নম্বর: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯

- জরুরি সেবা নম্বর: ৯৯৯

অর্থ স্থানান্তরের সময় কিছু সতর্কতা:

একা বড় অংকের অর্থ বহন না করে অতিরিক্ত বিশ্বস্ত ব্যক্তির সাহায্য নিন।

রিকশার বদলে গাড়ি ব্যবহার করুন।

কাউকে অর্থ বহনের তথ্য আগে থেকে জানান না।

যাত্রাপথ পরিবর্তন করে দুষ্কৃতকারীদের এড়িয়ে চলুন।

টাকা বহনের সময় সঠিকভাবে ব্যাগ ব্যবহার করুন যাতে বাইরে থেকে বোঝা না যায়।

অর্থ এক জায়গায় না রেখে বিভিন্ন স্থানে ভাগ করে রাখুন।

নিরাপদ পথে যাত্রা করুন এবং সিসি ক্যামেরা সমৃদ্ধ ব্যাংক ব্যবহার করুন।

এছাড়া, বড় অংকের অর্থ পরিবহন করতে হলে প্রয়োজন হলে পুলিশ এস্কর্ট সেবা নেওয়ার পরামর্শ দিয়েছে ডিএমপি।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে