ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

আয়নাঘর নিয়ে যা বললেন আজহারী

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৫:৪৫:৩৬
আয়নাঘর নিয়ে যা বললেন আজহারী

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববিদ্যালয়ে ব্যাপক জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি আয়নাঘর নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। "আঁধারের আয়নাঘর আস্তাকুঁড় নিপাত যাক" বলে তিনি পুরনো অত্যাচার, নির্যাতন, এবং শোষণের শেষ চান। তাঁর মতে, এই "আয়নাঘর" সমাজে অত্যাচারের প্রতীক হয়ে উঠেছিল এবং এটির অবসান হওয়া দরকার। আজহারি আরো বলেন, তিনি আশা করেন, বাংলাদেশে অবশেষে মানবিক পরিবেশ সৃষ্টি হবে, যেখানে সব ধরনের নির্যাতন ও শোষণ বন্ধ হবে।

আজহারি তাঁর পোস্টে উল্লেখ করেছেন যে, তিনি সুনান আত-তিরমিজির একটি হাদিসের বর্ণনা দিয়েছেন, যেখানে রাসুল ﷺ এর ভাষায় বলা হয়েছে, "যে নেতা তার মিথ্যাকে সত্য বলে মেনে নেয় এবং তাদের জুলুম-নির্যাতনের সহায়তা করে, সে আমার সাথে সম্পর্কিত নয়।"

এছাড়াও, বুধবার (১৩ ফেব্রুয়ারি) ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশে ৮০০টি আয়নাঘর ছিল এবং সেগুলোর তদন্ত চলছে। ড. ইউনূস নিজেও বিদেশি গণমাধ্যমকর্মীদের নিয়ে এই আয়নাঘরগুলি পরিদর্শন করেছেন।

আজহারি তাঁর বক্তব্যে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন এবং মানবাধিকার ও ন্যায় বিচারের প্রতি সমর্থন জানিয়েছেন।

ফারহানা/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে