ঢাকা, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

কোম্পানির কর্মীদের খুশী রাখতে ফ্রি মদ্যপানের সুবিধা!

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১২:০৯:১৭
কোম্পানির কর্মীদের খুশী রাখতে ফ্রি মদ্যপানের সুবিধা!

ডেস্ক রিপোর্ট: জাপানের কোম্পানিগুলো কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি পরিচিত। সাম্প্রতিক সময়ে একটি ভিন্ন ধরনের সুবিধা চালু করেছে দেশটির একটি প্রযুক্তি কোম্পানি। যার নাম 'ট্রাস্ট রিং'। কোম্পানিটি তাদের কর্মীদের জন্য বিনামূল্যে মদ্যপানের সুযোগ দিচ্ছে, যা সাধারণত খুব একটা শোনা যায় না।

ওসাকায় অবস্থিত এই কোম্পানিটি নতুন কর্মীদের আকর্ষিত করতে এমন অভিনব ধারণা গ্রহণ করেছে। কর্মীদের বিনা মূল্যে মদ্যপানের সুযোগ দেওয়া ছাড়াও, মদ পানের পর যদি তারা হ্যাংওভারের সমস্যায় পড়েন, তাহলে তার জন্য ২-৩ ঘণ্টার ছুটির প্রত্যয়সহ অফিসে দেরিতে আসার সুযোগও রয়েছে।

ট্রাস্ট রিং-এর সিইও নিজেও কর্মীদের সঙ্গে মদ্যপানের সময় কাটান এবং তিনি বলেন, এই পদক্ষেপটি কর্মীদের মাঝে একটি উপভোগ্য পরিবেশ তৈরি করতে সহায়তা করবে।

তিনি আরও যোগ করেন, "আমরা শুধু বেতন দিয়ে নয়, বরং কর্মীদের জন্য কাজ করার জন্য একটি উদ্যমী পরিবেশ তৈরি করতে চাই।"

কোম্পানির সিইও উল্লেখ করেছেন, তার কোম্পানিতে বেতন প্রধানত ২ লাখ ২২ হাজার ইয়েন থেকে শুরু হয়, যা খুব একটা বাড়ানোর সুযোগ নেই। তাই তিনি অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দিকে জোর দেওয়ার কথা বলেছেন এবং এতে করে কর্মীরা খুশি হচ্ছেন।

এই অভিনব পন্থা কর্মীদের মধ্যে একটা নতুন উদ্দীপনা আনতে সম্ভবত সাহায্য করবে এবং সামগ্রিক কর্মপরিবেশকে আরও আনন্দদায়ক করে তুলবে।

ওই কোম্পানির এক কর্মী বলেন, ‘আমি হ্যাংওভার লিভ নিয়ে দুপুর ১২টায় অফিসে ঢুকেছি। ২-৩ ঘণ্টা বেশি ঘুমিয়ে এসে কাজ করলে বেশি মনোযোগ দেওয়া যায়। আমি মনে করি এতে কাজের দক্ষতা বাড়বে আমার।’

মারুফ/

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে