ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

হাসিনাসহ সকল অপরাধীদের দেশে ফেরানোর উপায় জানাল জাতিসংঘ

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১১:৪৩:৫৫
হাসিনাসহ সকল অপরাধীদের দেশে ফেরানোর উপায় জানাল জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক : গত বছরের জুলাইয়ে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নৃশংসতার জন্য দায়ী অপরাধীদের দেশে ফেরানোর জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী, এসব অপরাধীদের বিচারের জন্য ‘ইউনিভার্সাল জুরিসডিকশন’ প্রয়োগ করা যেতে পারে, যদি তারা দেশের বাইরে অবস্থান করে থাকে। এর মাধ্যমে অপরাধী যে দেশেই থাকুক না কেন, তাদের বিচার বা প্রত্যর্পণ চাওয়ার সুযোগ থাকবে।

১২ ফেব্রুয়ারি, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশের সাবেক সরকার, যে সময় জনগণের প্রতিরোধের মুখে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, তাদের পরিকল্পিতভাবে অত্যাচার চালানোর নির্দেশনা দিয়েছিল। এর ফলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং এর দায় রাজনৈতিক নেতৃত্বের ওপর বর্তায়।

তিনি আরও বলেন, ‘ইউনিভার্সাল জুরিসডিকশন’ প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের আদালত আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, এবং অপরাধ সংঘটনের স্থান কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।

এ বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, “যদি অপরাধী বিদেশে থাকে, তবে ‘ইউনিভার্সাল জুরিসডিকশন’ ব্যবহার করা যেতে পারে। তবে, যে দেশে অপরাধী অবস্থান করছে, তাদের অবশ্যই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধের বিচার করার জন্য সম্মত হতে হবে।”

এছাড়া, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর কাছে এ বিষয়ে তদন্তের আহ্বান জানাতে পারে, এবং অভ্যন্তরীণ বিচারপ্রক্রিয়া শেষে এ ব্যাপারে আইসিসির সাহায্য নেয়া যেতে পারে।

নির্বাচন পরবর্তী সময়ের তদন্তে জাতিসংঘের প্রাক-তদন্ত দল ঢাকা সফর করেছিল, এবং পরে সেপ্টেম্বর মাসে মূল তদন্ত কাজ শুরু হয়েছিল। ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করা হয়, যার প্রতিবেদন বুধবার প্রকাশিত হয়।

এমন পরিস্থিতিতে, ভলকার তুর্কের এই মন্তব্য আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সামান্তা/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে