ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

মুরগি পশু নাকি পাখি: আদালতে মামলা

২০২৫ ফেব্রুয়ারি ১১ ১৯:০৮:৩৯
মুরগি পশু নাকি পাখি: আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক : এটি একটি বিরল এবং চমকপ্রদ ঘটনা, যেখানে গুজরাট হাইকোর্টে মুরগি কী আসলে – পশু না পাখি, এই প্রশ্ন নিয়ে মামলা দায়ের হয়েছে।

মামলাকারীর অভিযোগ ছিল, জীবন্ত মুরগি কসাইখানায় রাখা আইনত অপরাধ, কারণ আইনে কোনো "পশু" কসাইখানায় জীবিত অবস্থায় রাখা যায় না। কিন্তু মুরগি তো পাখি, এমন যুক্তি তুলে ধরে পাল্টা অভিযোগ করা হয়। এই বিতর্ক নিয়ে মাসখানেক চলতে থাকে প্রশ্ন-উত্তর এবং আলোচনা। শেষ পর্যন্ত, আদালত নির্ধারণ করে দেয় যে, মুরগি পশুর আওতায় পড়বে, অর্থাৎ আইন অনুযায়ী মুরগির বিষয়ে যে কোনো নিয়ম এবং নিষেধাজ্ঞা পশুর মতোই প্রযোজ্য হবে।

এই মামলার মাধ্যমে মুরগি নিয়ে বিজ্ঞান এবং আইন উভয়ের মধ্যে একটি মজার জটিলতা সামনে এসেছে। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, মুরগি পাখি, কারণ তার ডানা, পালক এবং ডিম পাড়া। তবে প্রাণী জগতের শ্রেণিবিন্যাসে মুরগি পশু হিসেবেই গণ্য হয়।

তবে আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েও, বাজারে কেন মাংসের দোকানে জীবন্ত মুরগি রাখা হয়, তা নিয়ে এখনও কোনো আইনি নিষেধাজ্ঞা জারি করা হয়নি। এই ঘটনায় বিজ্ঞানের ব্যাখ্যা এবং ভাষার কারণে বিতর্কের সৃষ্টি হয়েছে, যা নিঃসন্দেহে অনেক দিন ধরে আলোচনার বিষয় হয়ে থাকবে।

আরিফ/

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে