ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৭৮ দিনের দীর্ঘ রিমান্ড

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১৩:৩২:২৪
চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৭৮ দিনের দীর্ঘ রিমান্ড

নিজস্ব প্রতিবেদক : পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৭৮ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এটি রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ঘটে যাওয়া মো. মাসুদুর রহমান জনি হত্যাকাণ্ডের পরবর্তী একটি মামলার আওতায়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক সিকদার মহিতুল আলম মাসুদুর রহমান জনি হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা ৭৫ দিন রিমান্ডে থাকার পর আরও রিমান্ডের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন এবং রিমান্ড বাতিলের আবেদন করেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়ার পর, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে একাধিক দফায় রিমান্ডে নেওয়া হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ৫ আগস্ট, যখন বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মো. মাসুদুর রহমান জনি পুলিশের গুলিতে আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আমিনুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে