ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
Sharenews24

ড্রাইভারকে স্বামী সাজিয়ে ২০ কোটি টাকা আত্মসাৎ

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১২:৪৪:৩২
ড্রাইভারকে স্বামী সাজিয়ে ২০ কোটি টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক : এক অভিনব প্রতারণার ঘটনায় চীনের ৪০ বছর বয়সী মেং নামক এক নারীকে ১২ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৪ সালে তার রিয়েল এস্টেট এজেন্সি ভেঙে পড়ার পর, তিনি এক ড্রাইভারকে স্বামী সাজিয়ে আত্মীয়দের কাছ থেকে প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকা (১২ মিলিয়ন ইউয়ান বা ১.৬ মিলিয়ন ডলার) হাতিয়ে নেন।

মেং তার আত্মীয়দের বিশ্বাস করান যে, তার স্বামী জিয়াং একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং তারা তাদের জন্য কম দামে ফ্ল্যাটের ব্যবস্থা করতে পারবেন। এরপর, তিনি ফ্ল্যাটের দাম কমানোর জন্য নিজের আত্মীয়দের বিশ্বাসে নিয়ে আসেন এবং তাদের বড় অঙ্কের টাকা বিনিয়োগ করান।

এরপর ২০১৮-১৯ সালের মধ্যে মেং তাদের জন্য ভাড়া করা ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করেন, কিন্তু কখনোই সরকারি কাগজপত্র সরবরাহ করেননি। এক ভুক্তভোগী তদন্ত করলে সেগুলো তার নিজের ফ্ল্যাট নয়, বুঝতে পারেন।

পরবর্তীতে প্রতারণা প্রমাণিত হওয়ায়, মেংকে ১২ বছর ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। মেং-এর 'স্বামী' জিয়াং (যিনি আসলে একজন ড্রাইভার) পেয়েছেন ৬ বছরের কারাদণ্ড, এবং মেং-এর কাজিনকে দেওয়া হয়েছে ৫ বছরের সাজা।

সাহিদুল/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে