ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
Sharenews24

পেনাল্টির নিয়মে আসছে বড় পরিবর্তন

২০২৫ মার্চ ১৪ ১৪:৪৭:২০
পেনাল্টির নিয়মে আসছে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : ফুটবলবিশ্বে সম্প্রতি ঘটে যাওয়া একটি বিতর্কের পর পেনাল্টির নিয়মে পরিবর্তন আসতে পারে। ঘটনাটি ঘটে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে একটি ম্যাচে, যেখানে হুলিয়ান আলভারেজের টাইব্রেকার শট নিয়ে শুরু হয় বিতর্ক।

ম্যাচের সেই মুহূর্তে, আলভারেজের শট নেওয়ার আলভারেজের পেনাল্টি নিয়ে শুরু হলো তুমুল বিতর্কআগে তার দুটি পা বলের সঙ্গে স্পর্শ করেছে কিনা, তা নিয়ে আলোচনা চলছে। কিছু মানুষ দাবি করছেন, শট নেওয়ার সময় তার পা পিছলে গেলেও তিনি দ্বিতীয়বার বল স্পর্শ করেননি। আবার অনেকের মতে, বলের গায়ে তার পায়ের স্পর্শ ছিল, আর রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল।

আতলেতিকো মাদ্রিদ বিষয়টি উয়েফার কাছে তোলার পর, গত বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে উয়েফা জানায়, “যদিও এটি সামান্য ছিল, তবে শট নেওয়ার আগে খেলোয়াড়ের অন্য পাটি বল স্পর্শ করেছিল। বর্তমান নিয়ম অনুযায়ী রেফারির ভিএআরের মাধ্যমে গোল বাতিল করাই সঠিক ছিল।”

এই বিতর্কের পর উয়েফা নিয়মের পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছে। তারা জানায়, "উয়েফা এই বিষয়ে ফিফা এবং আইএফএবির (ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড) সাথে আলোচনা করবে। বিশেষভাবে, অনিচ্ছাকৃত ডাবল টাচের ক্ষেত্রে নিয়মটি পরিবর্তন করা দরকার কি না, তা নির্ধারণ করা হবে।”

অন্যদিকে, আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে ম্যাচের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমি কখনো শুটআউটের পেনাল্টির জন্য ভিএআরের শরণাপন্ন হতে দেখিনি। কখনো না।” তিনি আরও বলেন, “বলটি আদৌ নড়েছিল কি না? যারা বল নড়তে দেখেছেন, তারা হাত তুলুন। কেউই হাত তোলেননি।”

এদিকে, রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া বলেন, “উয়েফা বিষয়টি পরিষ্কারভাবে দেখেছে—হারের পর নিজেদের অন্যায়ের শিকার ভাবাটা কিছু দলের স্বভাব। রেফারিরা নির্দিষ্ট কোনো দলকে সাহায্য করতে চান না, সেটা স্পেনেও না, ইউরোপেও না।”

আলভারেজের গোল বাতিল নিয়ে বিতর্ক এখনো থামেনি। ফুটবল আইনের পরিবর্তন হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

মুসআব/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে