ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টাকে ব্রিফ করতে পারেননি সেই প্রকৌশলী

২০২৫ মার্চ ১৪ ১৬:০৫:০৮
প্রধান উপদেষ্টাকে ব্রিফ করতে পারেননি সেই প্রকৌশলী

নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান কক্সবাজারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুষ্ঠানে যেতে পারেননি। শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে বিমানবন্দর নিয়ে প্রধান উপদেষ্টার সামনে তার প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল, তবে তার স্থলে এই প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া।

শুক্রবার দুপুরে এই প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ বিমানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চারটি মামলার আসামি হওয়ায় প্রকৌশলী হাবিবুর রহমানকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। জানা গেছে, এই খবর প্রকাশ হওয়ার পর বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে হাবিবুর রহমানের বিষয়ে আপত্তি জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ব্রিফ করার জন্য প্রেজেন্টেশন তৈরি করছেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়টি নিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক বরাবর চিঠি পাঠিয়েছেন দুর্নীতিবিরোধী সমন্বয় কমিটির ড. মো. জোবাইর আলম।

চিঠিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী এবং সাবেক সিনিয়র সচিব মহিবুল হকের সঙ্গে হাবিবুর রহমানের গভীর সম্পর্ক ইতোমধ্যে জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ফলাও করে প্রচার হয়েছে।

সম্প্রতি হাবিবুর রহমানের বিরুদ্ধে চারটি দুর্নীতির মামলা করেছে দুদক। এসব মামলার অন্য আসামিরা হলেন— তারিক আহমেদ সিদ্দিকী, মহিবুল হক, সাবেক যুগ্ম সচিব জনেদ্রনাথ সরকার, বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান, এবং বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মালেক।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে