ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ডোনাল্ড ট্রাম্পকে চীনের পাল্টা জবাব

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ০৭:১৪:১৩
ডোনাল্ড ট্রাম্পকে চীনের পাল্টা জবাব

ডেস্ক রিপোর্ট: ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের প্রেক্ষিতে চীনও মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে।

চীনা অর্থ মন্ত্রণালয় জানিয়েছে,মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্কহার ১০-১৫ শতাংশের মধ্যে থাকবে এবং এটি আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। পাশাপাশি চীন জানিয়েছে, তারা মার্কিন গাড়ি আমদানির ওপরও শুল্ক আরোপ করবে এবং দুষ্প্রাপ্য ধাতু রফতানিতে নিয়ন্ত্রণ রাখবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর চীনা পণ্য আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। এর পাল্টা ব্যবস্থা হিসেবে চীনও যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে শুল্ক আরোপের ঘোষণা দেয়।

চীনের অর্থনীতি, যা বিশ্বের দ্বিতীয় সর্বাধিক, জানিয়েছে যে তারা মার্কিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), কয়লা, অপরিশোধিত তেল এবং কৃষি সরঞ্জামের ওপর শুল্ক আরোপ করবে।

এ ছাড়া, গুগলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট তদন্ত শুরু করার পরিকল্পনার কথাও জানিয়েছে চীন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত মঙ্গলবার মধ্যরাত থেকে নতুন মার্কিন শুল্ক কার্যকর হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধের দ্বিতীয় পর্বের সূচনা হয়েছে নতুন শুল্ক আরোপের মাধ্যমে।

গত সপ্তাহান্তে ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেন, অভিযোগ করে বলেন যে এসব দেশ যুক্তরাষ্ট্রে অভিবাসীদের নিয়ন্ত্রণ এবং মাদক প্রবাহ ঠেকাতে ব্যর্থ হয়েছে।

তবে গত সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবামের সঙ্গে আলোচনার পর ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করেন।

বিশ্লেষকদের মতে, আগামী কয়েকদিনের মধ্যে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলতে পারেন, যা শুল্ক আরোপ নিয়ে একটি সমঝোতার সম্ভাবনা তৈরি করতে পারে।

মারুফ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে