ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

দাঁড়িয়ে প্রস্রাব করলে গুনাহ কি না, জানালেন শায়খ আহমাদুল্লাহ

২০২৫ জানুয়ারি ৩০ ০৭:৫৯:৪০
দাঁড়িয়ে প্রস্রাব করলে গুনাহ কি না, জানালেন শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: পাক পবিত্রতা ঈমানের অঙ্গ। পাক পবিত্রতা নিয়ে দেশের সুপরিচিত ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ আলোচনা করেছেন।

এক আলোচনায় হাই কমোডে দাঁড়িয়ে প্রস্রাব করলে গুনাহ হবে কিনা, এমন প্রশ্ন করা হলে শায়খ আহমাদুল্লাহ জানান, দাঁড়িয়ে প্রস্রাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে।

শায়খ আহমাদুল্লাহ এর কারণ হিসেবে বলেন, ‘দাঁড়িয়ে প্রস্রাব করলে তার ছিঁটা আমাদের গায়ে এসে লাগে। প্রস্রাবের ছিটা থেকে বাঁচার জন্য নবী করিম (সা.) তাগিদ দিয়েছেন। কবরের আজাবের অন্যতম কারণ হলো প্রস্রাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া। তাই দাঁড়িয়ে প্রস্রাব করা উচিত নয়।’

তিনি তিরমিজের আয়াত বর্ণনা করে বলেন, ‘নবী করিম (সা.) বলেছেন, দাঁড়িয়ে প্রস্রাব করতে নেই। ’

তবে শায়খ আহমাদুল্লাহ এও জানান যে, সৌদিআরবের অন্যান্য উলামা একরাম বলেছেন, কেউ চাইলে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে। বিশেষ করে দাঁড়িয়ে প্রস্রাব করলে এর ছিটা গায়ে আসতে পারে, কাপড়ে লাগতে পারে এ ধরনের আশঙ্কা যদি না থাকে তাহলে খুব একটা অসুবিধা নাই।

এ বিষয়ে বুখারির একটি হাদিসের উল্লেখ করে তিনি জানান, নবী করিম (সা.) বলেছেন, ময়লাযুক্ত এলাকা যেখানে বসার পরিবেশ ছিলনা সেখানে দাঁড়িয়ে তিনি প্রস্রাব করেছেন। তবে বিশুদ্ধতম দলিল সমৃদ্ধ মনে করেন প্রথম মতটি।

সবশেষে শায়খ আহমাদুল্লাহ বলেছে, সচরাচর ও সাধারণত দাঁড়িয়ে প্রস্রাব না করাই উত্তম। নবী করিম (সা.) সেটিই করতেন যদি বিশেষ কোনো কারণ না থাকে এমনটিই মনে করেন তিনি।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে