ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
Sharenews24

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে ভোটারদের জন্য বিশেষ ঘোষণা

২০২৫ নভেম্বর ০৫ ১৯:১২:৪০
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে ভোটারদের জন্য বিশেষ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন (ইসি) ভোটারদের এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে। যদিও নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সুযোগ নেই, কিন্তু যেকোনো ভোটার ঠিকানা পরিবর্তন করে অন্য স্থানে ভোট দিতে চাইলে আবেদন করতে পারবে।

আবেদনের সময়সীমা: ১০ নভেম্বরের মধ্যে

আবেদন অনুমোদন বা বাতিলের শেষ সময়: ১৭ নভেম্বর

প্রক্রিয়া: ১৩ নম্বর ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা চিঠি গত ৪ অক্টোবর সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। চিঠিতে ভোটার তালিকা চূড়ান্ত করার আগে আবাসস্থল পরিবর্তনের কারণে আবেদন নিষ্পত্তির বিস্তারিত সময়সূচি দেওয়া হয়েছে।

এছাড়া, প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনও চলমান। ৩১ অক্টোবর পর্যন্ত যেসব প্রবাসীর আবেদন এসেছে, তা ৬ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠাতে হবে।

নির্বাচন কমিশন পরিকল্পনা করছে, ডিসেম্বরে তফসিল ঘোষণা করে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে