ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
Sharenews24

জোহরান মামদানিকে ঘিরে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক

২০২৫ নভেম্বর ০৫ ১৯:১৮:০৩
জোহরান মামদানিকে ঘিরে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর তরুণ রাজনীতিক জোহরান মামদানি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং টপিক হিসেবে উঠে এসেছেন। ৩৪ বছর বয়সে তিনি নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে নতুন অধ্যায় রচনা করেছেন। এছাড়া, গত এক শতাব্দীতে তার চেয়ে কম বয়সী কোনো মেয়র নির্বাচিত হয়নি।

মামদানির জয় সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে বড় ব্যবধানে পরাজিত করার মাধ্যমে এসেছে। এই ঐতিহাসিক জয় বাংলাদেশি অনলাইন ব্যবহারকারীরাও উদযাপন করছেন।

তবে এই উদযাপন নিয়ে ভিন্নমত পোষণ করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু। তিনি এক ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন, বাংলাদেশের ডানপন্থী অংশ জোহরান মামদানিকে বাংলাদেশের রাইট উইং ‘মুসলমান’ পরিচয়ের কারণে উদযাপন করছে, কারণ তিনি বাংলাদেশি নন।

মেঘমল্লার বসু মনে করেন, যদি মামদানি বাংলাদেশি হতেন, তবে তার অন্যান্য পরিচয়—যেমন ভারতীয় হিন্দু মা মীরা নায়ারের সন্তান হওয়া, সমাজতন্ত্রী রাজনীতিতে বিশ্বাসী হওয়া, শিল্পী স্ত্রী রামা দুওয়াজিকে বিয়ে করা, বা সমকামী অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান—এসবের কারণে তাকে ভিন্নভাবে দেখা হতো। তার ভাষায়, বাংলাদেশি হলে তার প্রতিটি বৈশিষ্ট্যই তাকে ‘শাহবাগী’ ট্যাগ দিত, মুসলমান নয়।

উল্লেখ্য, জোহরান মামদানি নিউইয়র্কের অ্যাস্টোরিয়া এলাকা থেকে নির্বাচিত হয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে