ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

ভ্যাট বাড়িয়ে আইএমএফের শর্ত পূরণের প্রশ্নে  এনবিআরকে  চিঠি

২০২৫ জানুয়ারি ২৩ ১০:৩১:০১
ভ্যাট বাড়িয়ে আইএমএফের শর্ত পূরণের প্রশ্নে  এনবিআরকে  চিঠি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর শর্ত পূরণের জন্য ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল, তবে এখন অর্থ বিভাগ আইএমএফের শর্ত বাস্তবায়ন কতটা সফল হয়েছে, তা নির্ধারণ করতে চায়। ১৫ জানুয়ারি একটি চিঠির মাধ্যমে এনবিআরকে অনুরোধ করা হয়েছে এই বিষয়ে প্রতিবেদন পাঠাতে।

আইএমএফের শর্ত অনুযায়ী, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করতে ২০২৪ সালের জানুয়ারিতে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট, শুল্ক ও আবগারি শুল্ক বাড়ানো হয়। তবে, পরে কিছু পণ্য ও সেবার উপর বাড়ানো ভ্যাট কমানো হয়েছে। অর্থ বিভাগ জানতে চেয়েছে, এই পরিবর্তনগুলো আইএমএফের শর্ত পূরণের জন্য যথেষ্ট ছিল কি না এবং কতটুকু অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে।

এদিকে, ভ্যাট বাড়ানোর এই পদক্ষেপের ব্যাপক সমালোচনা করেছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। এনবিআর জানিয়েছে, তারা আইএমএফের শর্ত বাস্তবায়ন সম্পর্কে পরিসংখ্যান প্রস্তুত করে অর্থ বিভাগকে জানাবে।

কেএইচ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে