ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

১২ কর্মদিবসেই বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ পুঁজি হাওয়া!

২০২৫ জানুয়ারি ২২ ১৫:২৩:১৯
১২ কর্মদিবসেই বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ পুঁজি হাওয়া!

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত নতুন প্রজন্মের প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দাম গত ৬ জানুয়ারি ছিল ৩৫ টাকায়। আজ ২২ জানুয়ারি (বুধবার) শেয়ারটির দাম নেমে এসেছে ২৬ টাকায়। মাত্র ১২ কর্মদিবসের মাথায় শেয়ারটিতে বিনিয়োগকারীদের প্রায় ৩৫ শতাংশ পুঁজি হাওয়া হয়ে গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ২০২৩ সালের মার্চ মাসে শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের লেনদেন শুরু হয়। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারটি একই বছরের জুলাই মাসে ১৮ টাকা পর্যন্ত লেনদেন হয়। তবে ১২ টাকার নিচে শেয়ারটির দাম খুব একটা নামতে দেখা যায়নি।

এরপর ২০২৪ সালের জুলাই পর্যন্ত শেয়ারটির দাম ২০ টাকার পর্যন্ত লেনদেন হয়। জুলাই মাসের শেষদিকে শেয়ারটির দাম ২০ টাকা অতিক্রম করে ওপরে উঠতে থাকে। যা নভেম্বরের প্রথম সপ্তাহে ৩৫ টাকা অতিক্রম করে লেনদেন হয়। চলতি বছরের ৬ জানুয়ারি পর্যন্ত উত্থান-পতনের মধ্যে লেনদেন হয়।

এরপর ৭ জানুয়ারি থেকে শেয়ারটির দামে ঝড় শুরু হয়। গত ১২ কর্মদিবসের মধ্যে ১১ কর্মদিবসই শেয়ারটির দামে পতন দেখা যায়। যদিও এই সময়ের মধ্যে কোম্পানিটির কোন মূল্য সংবেদনশীল তথ্য ছিল না।

বিনিয়োগকারীরা বলছেন, বড় বিনিয়োগকারীরা মুনাফা তোলায় শেয়ারটির দামে বড় পতন হয়েছে। এখন তারা আবার শেয়ারটি সংগ্রহে নেমেছেন। আশা করা যায়, কিছুদিনের মধ্যেই শেয়ারটিতে ফের চাঙ্গাভাব দেখা যেতে পারে।

মিডল্যান্ড ব্যাংক ‘বি’ গ্রুপের একটি শেয়ার। ২০২১ সাল থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের প্রতিবছর ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসছে।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৫৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ৪ টাকা ৪৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল নেতিবাচক ২৫ পয়সা।

কোম্পানিটির সর্বশেষ শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৯ পয়সায়।

মাহবুব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে