ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

স্বামীর মৃত্যুর পর আবেগঘন পোস্ট দিলেন তনি

২০২৫ জানুয়ারি ২২ ১৭:৫৫:০২
স্বামীর মৃত্যুর পর আবেগঘন পোস্ট দিলেন তনি

নিজস্ব প্রতিবেদক : আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন। গত বুধবার (১৫ জানুয়ারি) ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্বামীর মৃত্যুর পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে বেশ কিছু আবেগঘন পোস্ট দিয়েছেন তনি। মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

স্ট্যাটাসটিতে তনি লিখেছেন, ‘জানি আর এভাবে ছবি তোলা হবে না, কাজ শেষে যত রাতেই বাসায় ফিরি হয়ত হাসি মুখে দাঁড়িয়ে থাকবে না কেউ—কিন্তু তোমার কাছ থেকে যে মায়া, ভালোবাসা, সম্মান এই অল্প কয়েক বছরে পেয়েছি যেসব ভাবতে ভাবতেই বাকি জীবন চলে যাবে ইনশাআল্লাহ।’তিনি আরো লেখেন, ‘দুনিয়ার মানুষকে আমি একটা কথা আবারও, বার বার জানাতে চাই—আমার দেখা সেরা মানুষ তুমি, বেস্ট হাসব্যান্ড, বেস্ট ফাদার। ওয়াইফ হিসেবে কোনো কমপ্লেনও আমার নেই। আমি অনেক গর্বিত তোমার মতো একজন মানুষ আমার হাসব্যান্ড।স্বামী শাহাদাৎ হোসাইনের পরিচয় আমরা প্রাউডলি ক্যারি করব ইনশাল্লাহ উল্লেখ করে তিনি লেখেন, ‘আল্লাহতায়ালা নিশ্চয়ই ওপারে তোমাকে অনেক ভালো রাখবেন, ইনশাল্লাহ।’

কেএইচ/

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে