ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

দাম কমেছে গাড়িতে ব্যবহৃত এলপিজির, কমলো কত টাকা?

২০২৫ জানুয়ারি ২২ ২৩:০৯:৩৯
দাম কমেছে গাড়িতে ব্যবহৃত এলপিজির, কমলো কত টাকা?

নিজস্ব প্রতিবেদন: মূল্য সংযোজন কর সমন্বয়ের মাধ্যমে কমল গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস) দাম বর্তমানে ৬৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ৬৭ টাকা ২৭ পয়সায় নির্ধারণ করা হয়েভছিল।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বুধবার (২২ জানুয়ারি) রাতে এক আদেশের মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

আদেশে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও আদেশের মাধ্যমে এলপিজির ওপর আরোপিত ভ্যাটের হার পরিবর্তনের কারণে অটোগ্যাসের এই মূল্য সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ভ্যাট ৪ টাকা ৪১ পয়সা অন্তর্ভুক্ত রয়েছে।

এলপিজি মজুদকরণের পরবর্তী প্রকৃত মূল্য ৫৩ টাকা ১৪ পয়সার ওপর ৭.৫ শতাংশ হারে মূসক হিসাব করা হলে তা ৩ টাকা ৯৯ পয়সা হবে। ফলে ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের নতুন মূল্য হবে প্রতি লিটার ৬৬ টাকা ৮৫ পয়সা।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে