ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শাহজালাল বিমানবন্দরে সেই বিমান তল্লাশির পর যা জানা গেল

২০২৫ জানুয়ারি ২২ ১৫:৪৮:৩৯
শাহজালাল বিমানবন্দরে সেই বিমান তল্লাশির পর যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২২ জানুয়ারি সকাল ৯টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় এসে পৌঁছায়। ফ্লাইটটির মধ্যে বোমা হামলার হুমকি আসার পর বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বোম্ব ডিসপোজাল ইউনিটকে পাঠায়।

এই ফ্লাইটে মোট ২৫০ জন যাত্রী এবং ১৩ জন বিমান ক্রু ছিলেন। বিমানটি অবতরণের পর, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের টার্মিনাল ভবনে স্থানান্তরিত করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় বোম্ব ডিসপোজাল ইউনিট বিমানে তল্লাশি শুরু করে, যা চলতে থাকে ১১টা পর্যন্ত। তাদের তল্লাশি অভিযানটি বিমানের ভেতরের সিট, করিডর, টয়লেট ও ক্যাফে পর্যন্ত বিস্তৃত ছিল।

তল্লাশি শেষে কোনো ধরনের বিস্ফোরক বা বোমা পাওয়া যায়নি। এরপর যাত্রীদের লাগেজ ফেরত দেওয়া হয় এবং বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় যে, পুরো বিমানটি নিরাপদ ছিল।

এর আগে, বিমানবন্দরে এক অপরিচিত নম্বর থেকে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। তবে তল্লাশির পর নিরাপত্তা নিশ্চিত হওয়ায় যাত্রীদের কোনো বিপদ হয়নি। বিমানবন্দর এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়।

এটি বিমানবন্দরের জন্য একটি অস্বাভাবিক এবং ত্রাসপূর্ণ মুহূর্ত ছিল, তবে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হওয়ায় কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে