ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
Sharenews24

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে নতুন কাঠামো ও কার্যক্রমে পরিবর্তন

২০২৫ জানুয়ারি ২২ ১৬:৫১:১১
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে নতুন কাঠামো ও কার্যক্রমে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে রয়েছে গঠনতন্ত্র, কাঠামো এবং কাজের প্রক্রিয়া। এই পরিবর্তনগুলোর উদ্দেশ্য ফাউন্ডেশনের কার্যক্রমে গতি আনা এবং এর কার্যকারিতা আরও উন্নত করা।

ফাউন্ডেশনের গঠন পরিবর্তনের ফলে, সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তার পরিবর্তে, এখন থেকে ফাউন্ডেশনের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব 'এক্সিকিউটিভ কমিটি' হাতে থাকবে। এ কমিটির নেতৃত্বে থাকবেন চীফ এক্সিকিউটিভ অফিসার (CEO), মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, যিনি বর্তমানে ফাউন্ডেশনের CEO হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফাউন্ডেশনের 'গভর্নিং বডি' পলিসি মেকিংয়ে কাজ করবে এবং এর মধ্যে চারজন উপদেষ্টা থাকবেন—স্বাস্থ্য, সমাজকল্যাণ, স্থানীয় সরকার এবং আইসিটি ক্ষেত্রে।

এই নতুন কাঠামো এবং পদক্ষেপগুলো ফাউন্ডেশনের কার্যক্রমে আরও স্বচ্ছতা এবং কার্যকারিতা আনার উদ্দেশ্য নিয়ে প্রণীত হয়েছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে